Mimi Chakraborty: রচনার বদলে দিদি নং ১ -এর সঞ্চালিকা এবার মিমি

mimi-rachana

অবশেষে সিংহাসন টললো। বিগত এক দশক ধরে দিদি নং-১ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জী। এই শো-এর মাধ্যমে তিনি রাজত্ব করেন বাংলার নারীদের মে মনে মনে। সেই রাজত্বে এবার এন্ট্রি হতে চলেছে নতুন মুখের। বদলে যাচ্ছে দিদি নং ১ এর দিদি। সম্প্রতি একটি প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে যেখানে দেখা যাচ্ছে রচনা নয় বদলে মিমি চক্রবর্তী সঞ্চালনা করছেন। মিমি নিজেই বলছেন, ‘আজ থেকে আমিই আপনাদের নতুন দিদি, নতুন হোস্ট নতুন দোস্ত’।

বড়পর্দায় ফিরছে ‘ভূতের রাজা’

   

মাঝে দু একবার সঞ্চালিকা বদলের চেষ্টা করা হয়েছিল। তবে তাতে সুফল হয়নি হুড়মুড়িয়ে পড়েছিল শোয়ের টিআরপি সাথে দর্শকেরাও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন চ্যানেলের প্রতি। উদাহরণ স্বরূপ কয়েকমাস আগে রচনা ব্যানার্জীর বাবা মারা যাওয়ার সময় কিছুদিনের জন্য সঞ্চালিকা হিসাবে আনা হয়েছিল সুদীপা চ্যাটার্জিকে। কিন্তু তাতে দর্শকেরা বিরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন। শেষমেশ আবারও ফেরানো হয় রচনা ব্যানার্জীকে। তাই ভাবছেন ফের কেন এমন সিদ্ধান্ত নিলেন চ্যানেল পক্ষ। আসলে গোটাটাই মজা। রচনার জায়গা কেউ নিচ্ছেন না।

ডেট ফাইনাল বিয়ের পিঁড়িতে দেব-রুক্মিণী

২ বছর ধরে বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে জি বাংলার এই রিয়্যালিটি শো। বিকেল পাঁচটা বাজলেই বাড়ির সব বয়সের দিদিরা বসে যান ছোট পর্দার সামনে। পর্দায় সম্প্রচারিত লড়াকু দিদিদের জিতে ফেরার গল্পের সাক্ষী থাকতে। তাতেই বাড়তে চলেছে নতুন রশদ নিত্য নতুন খেলা আর গল্প নিয়ে শুরু হয়েছে ‘দিদি নং ওয়ান, সিজন নাইন’।

আলিয়াকে রেখে রশ্মিকার সঙ্গে মানালি সফরে রনবীর

২০১০-এ প্রথম জি বাংলা দর্শকদের উপহার দিয়েছিল নতুন ধারার এই রিয়্যালিটি শো। প্রথম দিন থেকেই শো-এর অভিনবত্ব এবং রচনার সঞ্চালনায় জনপ্রিয় ‘দিদি নং ১’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন