অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় মন অনির্বাণ ভট্টাচার্যের

বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা হলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তবে এই বছরের শুরুতে তাকে অনেকেই একজন পরিচালকের রূপে দেখেছেন। বছরের শুরুতে “মন্দার” ওয়েব সিরিজ এর মাধ্যমে নিজের পরিচালক জীবন শুরু করেছেন অনির্বাণ।

ওয়েব সিরিজটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকের কাছে। মন্দারের গল্প গড়ে উঠেছিল মৎস্যজীবীদের জীবনকে কেন্দ্র করে। শেক্সপিয়ারের জনপ্রিয় ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’কে বাংলার প্রেক্ষাপটে তুলে ধরেছিলেন অনির্বাণ।

   

তবে অভিনেতা আবার পরিচালনায় মন দিয়েছেন তবে এবার আর কোন ওয়েব সিরিজ নয়। তিনি করতে চলেছেন একটি ছবি। এই ছবিটিও একটি জনপ্রিয় নাটকের প্রেক্ষাপট নিয়েই গড়ে উঠেছে। বাদল সরকারের জনপ্রিয় নাটক “বল্লভপুরের রূপকথা”র অবলম্বনে গড়ে উঠবে এই ছবি। এই ছবির নাম দেওয়া হয়েছে “বল্লভপুরের রূপকথা”।

তবে এই ছবিতে প্রধান দুই চরিত্রে কোন অভিনেতাদের দেখা যাবে সে নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি পরিচালক অনির্বাণ। ইতিমধ্যে ছবির প্রথম পোস্টার দর্শকের সামনে এসেছে। এই ছবি নিয়ে খুবই উৎসাহী অনির্বাণের ভক্ত সহ বাংলার ছবিপ্রেমী দর্শক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন