Nora Fatehi: কালো বিকিনিতে এক্কেবারে ‘বেবি ডল’ নোরা

Nora Fatehi

নোরা ফতেহি (Nora Fatehi ) সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাকটিভ, সেটা কারোরই অজানা নয় ৷ বলিউডে খুব বেশি ছবি এখনও পর্যন্ত না করলেও এ দেশে এখন ছেয়ে গিয়েছেন অভিনেত্রী ৷ প্রায় প্রতিদিনই তাঁর ছবি এবং ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, নোরা নতুন কী আপলোড করেন, তা দেখার জন্য।

ইতিমধ্যেই অভিনেত্রী পাড়ি দিয়েছেন সুদূর দুবাইয়ে। দুবাই ভ্রমণের ছবি ভিডিও নোরা ভাগ করে নিয়েছেন তার অসংখ্য অনুগামীর জন্যে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দুবাই ভ্রমণের এক ছবি নজর কাড়ল নেটিজেনদের। কালো বিকিনিতে এক্কেবারে ‘বেবি ডল’ লুকে ধরা দিলেন বলিউডের বেলি ডান্সিং কুইন নোরা ফতেহি। তবে, শুধু কালো বিকিনিতেই নয়, তার বিকিনি পড়া প্রতিটি ছবি যেন মুগ্ধ করেছে নেটনাগরিকদের।

   

Nora Fatehi

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নোরা এবং গুরু রনধাওয়া আইটেম গান ‘ডান্স মেরি রানি’। ইউটিউব গানের ভিউ ১০০ মিলিয়ন পার করে গিয়েছে। আর সেই গান প্রকাশ্যে আসতেই দর্শকরা জনপ্রিয় হলিউড গায়িকা শাকিরার আদল খুঁজে পেয়েছেন নোরা ফাতেহির মধ্যে। সেই নিয়ে নায়িকার দর্শক মহলে দারুণ চর্চা চলেছে।

নোরা ফতেহি সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাকটিভ, সেটা কারোরই অজানা নয় ৷ বলিউডে খুব বেশি ছবি এখনও পর্যন্ত না করলেও এ দেশে এখন ছেয়ে গিয়েছেন অভিনেত্রী ৷ প্রায় প্রতিদিনই তাঁর ছবি এবং ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, নোরা নতুন কী আপলোড করেন, তা দেখার জন্য।

ইতিমধ্যেই অভিনেত্রী পাড়ি দিয়েছেন সুদূর দুবাইয়ে। দুবাই ভ্রমণের ছবি ভিডিও নোরা ভাগ করে নিয়েছেন তার অসংখ্য অনুগামীর জন্যে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দুবাই ভ্রমণের এক ছবি নজর কাড়ল নেটিজেনদের। কালো বিকিনিতে এক্কেবারে ‘বেবি ডল’ লুকে ধরা দিলেন বলিউডের বেলি ডান্সিং কুইন নোরা ফতেহি। তবে, শুধু কালো বিকিনিতেই নয়, তার বিকিনি পড়া প্রতিটি ছবি যেন মুগ্ধ করেছে নেটনাগরিকদের।

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নোরা এবং গুরু রনধাওয়া আইটেম গান ‘ডান্স মেরি রানি’। ইউটিউব গানের ভিউ ১০০ মিলিয়ন পার করে গিয়েছে। আর সেই গান প্রকাশ্যে আসতেই দর্শকরা জনপ্রিয় হলিউড গায়িকা শাকিরার আদল খুঁজে পেয়েছেন নোরা ফাতেহির মধ্যে। সেই নিয়ে নায়িকার দর্শক মহলে দারুণ চর্চা চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন