আইটেম গানে নাচের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করলেও দক্ষিণী সিনেমাতে অভিনেত্রী হয়েও আত্মপ্রকাশ করছেন নোরা ফাতেহি (Nora Fatehi)। এরপর আর পেছনে তাকাতে হয়নি বলিউডের এই সেনসেশনকে। বর্তমানে আইটেম গানে নোরা থাকা মানেই সেই গান হিট হবেই। তার রূপের জাদু আর নাচের স্টেপে দর্শকদের মন কেড়েছেন নোরা।
সোস্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাক্টিভ নোরা। মাঝেমাঝেই নিজের সোস্যাল মাধ্যমে ভক্তদের সাথে নিজের কিছু ছবি শেয়ার করে নেন নোতা ফাতেহি। আর এবারও তার এক পোস্ট দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের।
সেই পোস্টে তাকে মৎস্যকন্যা রূপে দেখা গিয়েছে। সমুদ্র সৈকতে লাস্যময়ী মৎসকন্যা রূপে নোরাকে দেখে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। ওই ছবির ক্যাপশনে নোরা জানিয়েছেন তার পারফর্ম করা জনপ্রিয় ‘ড্যান্স মেরে রানি’ গানের এক বছর হতে চলছে। আর সেই কথাই ভক্তদের আরও একবার মনে করাতে তার এই পোস্ট।
https://www.instagram.com/p/CmqeGDNMwCc/?utm_source=ig_web_copy_link
কয়েকদিন আগে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে নিজেকে মেলে ধরেছিলেন নোরা। সেই সময় তাকে দেখা গিয়েছে, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্স করতে। সেখানেও সবার নজর কেড়েছেন নোরা।