Nick Jonas: আচমকা বাতিল সব কনসার্ট, কী হলো প্রিয়াঙ্কার স্বামীর

priyanaka chopra

হঠাৎ বাতিল হয়ে গেল সমস্ত কনসার্ট! কী হলো প্রিয়াঙ্কার স্বামীর নিক জোন্সের? সমস্ত কনসার্ট বাতিল হওয়ার পিছনে কি দানা বাঁধছে অন্য রহস্য! যদিও সেই রহস্যে জল ঢেলে নিজেই জানিয়েছেন তাঁর কনসার্ট বাতিলের কারণ!কয়েক মাস আগে মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বইয়ের লোলাপালোজায় পারফর্ম করলেন নিক ও তাঁর ভাইয়েরা।

সমাজ মাধ্যমে নিক জোনাস জানালেন, ”খুশির খবর দেব না। কেননা, কয়েকদিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলা ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। সত্য়ি খুব খারাপ অবস্থা। ডাক্তার বলেছে, কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম।” কিন্তু হঠাৎ করে কী হলো তাঁর ? জানা গিয়েছে তাঁর ইনফ্লুয়েঞ্জা হয়েছে।

   

শুধু তাই নয়, তিনি তাঁর ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন এই কারণের জন্য। প্রিয়াঙ্কার চেয়ে দশ বছরের ছোট নিক জোন্সকে বিয়ে করে বহুবার কটাক্ষের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা।তবে সেই কটাক্ষকে পাত্তা না দিয়েই তিনি বহুদূর এগিয়ে গিয়েছেন। বলিউডকে একবারে আলবিদা বলে পাকাপাকি ভাবে বিদেশের বাসিন্দা হয়ে উঠেছেন। হলিউডে তিনি এখন বেশ পরিচিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন