মুক্তির অপেক্ষায় ‘আবার প্রলয়’ (Abar proloy)। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘আবার প্রলয়।’ পরিচালনায় রাজ চক্তবর্তী এবং প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে অ্যাকশন হিরোর ভূমিকার ফের দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। কিছুদিন আগে মুক্তি পায় ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ট্রেলার। ট্রেলার দেখে বোঝা যায় নেতিবাচক ভূমিকায় রয়েছেন অভিনেতা ঋত্বিক। ছবির অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুটিং কীভাবে হয়েছিল সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও থেকে জানা যাচ্ছে যে ‘আবার প্রলয়'(Abar Proloy)-এর অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুট কীভাবে করা হয়েছিল। ভিডিওতে পরিচালক রাজ চক্রবর্তীকে দেখা যাচ্ছে। সেখানে তিনি জানাচ্ছেন যে বেশ কয়েকটি অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুটিং করতে লেগেছে প্রচুর প্রশিক্ষিত ফাইটার। এছাড়াও প্রয়োজন হয়েছে প্রচুর পুলিশ এবং অনেক গাড়ি। শ্য়ুটিং-এর জন্য় একাধিক ড্রোন শটও নেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্য়ায়কে নিজের পরবর্তী অ্য়াকশান ছবিতেও নেওয়ার জন্য় সরাসরি অফার দিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। শাশ্বতকে বলতে শোনা যাচ্ছে যে রাজকে না বলা প্রায় অসম্ভব। তবে দর্শকের উদ্দেশ্য় শাশ্বত বললেন যে আপতত রেস্ট নিন।
View this post on Instagram
‘আবার প্রলয়’-এর ট্রেলারে দেখা গেছিল টানটান অ্যাকশন সিকোয়েন্স। সেখানেই একাই লড়াই করতে দেখা গিয়েছিল সিরিজের নায়ক শাশ্বত চট্টোপাধ্য়ায়কে। নায়ক পড়ে রয়েছেন কালো লেদারের জ্যাকেট, সানগ্লাস, এবং সঙ্গে ব্যাকব্রাশ করা হেয়ারস্টাইল।
আবার প্রলয় ওয়েব সিরিজে দেবাশীষ মণ্ডলকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তী , ঋত্বিক চক্রবর্তী , কৌশানী মুখোপাধ্যায় , নুসরত ফারিহা , সোহিনী সেনগুপ্ত , জুন মাল্য , পরাণ বন্দ্যোপাধ্যায় , পদ্মনাভ দাশগুপ্ত , সায়নী ঘোষ ও লোকনাথ দে । আগামীকাল জি ফাইভ- এ মুক্তি পাবে ‘আবার প্রলয়’ ওয়াব সিরিজ যার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।