মিঠাই-সিদ্ধার্থ মিলে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করছে !

mithai

ধারাবাহিক মিঠাই (Mithai)-তে মিঠাই এবং সিদ্ধার্থর জীবনে একের পর এক শত্রুপক্ষ আসছে এবং তাদেরকে নানা রকম বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ওমি আগারওয়াল এর শেষ হওয়ার পরেও এবার এসেছে তার দাদা আদিত্য আগারওয়াল এবং সঙ্গে কাউন্সিলর প্রমিলা লাহা। তারা দুজন মিলে মোদক পরিবারের ওপর ঘোর বিপদ ডেকে এনেছে।

তাদের বাড়ি, ব্যাংকের অ্যাকাউন্ট, দোকান ,সোনা সবকিছুই পুলিশের হাতে সিজ হয়ে গেছে। এখন তারা একটা ছোট্ট ভাড়া বাড়িতে রয়েছে যেখানে দুমুঠো খাওয়ার জন্য তাদের কাছে পয়সা নেই। এই পরিস্থিতিতে মিঠাই ঠিক করে যে সে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করবে। কিন্তু সিদ্ধার্থ তাকে একা যেতে দিতে রাজি নয় সেজন্য তারা এখন অনলাইনে মিষ্টির অর্ডার নিয়ে দুজনে মিলে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করছে ।আর তারা দুজন মিলে সমানে একটা পথ খুঁজে যাচ্ছে কিভাবে আসল অপরাধীদের খুঁজে বার করা যায়?

   

কিছুদিন আগে তারা মনোহরাতে গিয়েছিল সেখানে গিয়ে দেখেছে কাউন্সিলর প্রমিলা লাহার গুন্ডারা মনোহরায় যাতায়াত করছে। সে দেখে তাদের সন্দেহ আরো বেড়েছে। এরই মধ্যে প্রমিলা লাহার একজন সাগরেদ ধরা পড়েছে পুলিশের হাতে। এখন শুধু অপেক্ষার কখন প্রমিলা লাহা আর আদিত্য আগারওয়ালের সব পাতা ফাঁদ ভেস্তে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন