বেলুন ফুটো হয়ে গেছে, বিজেপিকে মমতার তীব্র কটাক্ষ

বিজেপির নবান্ন অভিযান (Nabann Aviyan)-কে নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গপুর থেকে তিনি (Mamata Banerjee) বলেন, ‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো…

বিজেপির নবান্ন অভিযান (Nabann Aviyan)-কে নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গপুর থেকে তিনি (Mamata Banerjee) বলেন, ‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।’

মঙ্গলবার দুর্নীতির প্রতিবাদে বিজেপি নবান্ন অভিযানের ডাক দেয়। তবে বিজেপির মিছিলগুলি আটকে যায়।  হাওড়া, সাঁতরাগাছি, কলকাতায় আটক করা হয়  সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জী, রাহুল সিনহা সহ বেশ কয়েকজনকে। যদিও গোটা বিষয়কে মোটেই আমল দিতে চান না মুখ্যত মমতা। মঙ্গলবার মেদিনীপুরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল তাঁর। তিনি সেখানে বলেন বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে।

১১ কোটির বেশি খরচ করে ট্রেন ভাড়া করে বিজেপি সমর্থক এনেছিল। এরপর দলটির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মাত্র ৩০ শতাংশ কর্মীরা উপস্থিত হয়েছেন। বাকি ৭০ শতাংশকে আসতে দেওয়া হয়নি। একইসঙ্গে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির অন্যান্য নেতারাও।

বিরোধী দল বিজেপির নবান্ন অভিযানে রাজ্য দলটির সভাপতি সুকান্ত মজুমদার ব্যারিকেড ভাঙতে দিতে পুলিশের কাছে আবেদন করার বিতর্কে জড়িয়েছেন। পরে তিনি বলেন শান্তিপূর্ণ আন্দোলন চলেছে। আর লালবাজার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ক্ষমতায় এলে ভাইপোকে ঢোকাব।