আত্মপ্রকাশ করল নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘Fridaay’

‘হইচই’, ‘আড্ডা টাইমস্‌’, ‘ক্লিক’ তো ছিলই, বাঙালি সিনেপ্রেমীদের জন্য বাজারে এল নতুন ‘ওটিটি’ প্ল্যাটফর্ম। ক্যামেলিয়া গোষ্ঠী লঞ্চ করল বাংলা ‘ওটিটি’ প্ল্যাটফর্ম ‘Fridaay’। শনিবার ‘Fridaay’র উদ্বোধনী…

‘হইচই’, ‘আড্ডা টাইমস্‌’, ‘ক্লিক’ তো ছিলই, বাঙালি সিনেপ্রেমীদের জন্য বাজারে এল নতুন ‘ওটিটি’ প্ল্যাটফর্ম। ক্যামেলিয়া গোষ্ঠী লঞ্চ করল বাংলা ‘ওটিটি’ প্ল্যাটফর্ম ‘Fridaay’। শনিবার ‘Fridaay’র উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সিনে-তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, খেলোয়াড় থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, নতুন ওটিটি ‘Fridaay’র উদ্বোধনী অনুষ্ঠান। ক্যামেলিয়া গোষ্ঠীর প্রধান নীলরতন দত্তর উদ্যোগ। আমন্ত্রণ ছিল আন্তরিক। অল্প সময় থাকতে পেরেছি। যেটুকু দেখলাম, জানলাম, ভান্ডারে বিবিধ রতন নিয়েই আত্মপ্রকাশ ‘Fridaay’র। নামকরণেই কনটেন্টের বার্তা।

   

‘ক্যামেলিয়া’ প্রযোজিত বিভিন্ন ছবি ইতিমধ্যেই দর্শক দেখেছেন। অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ তার মধ্যে বেশ সাফল্যও পেয়েছিল। ‘মিতিন মাসি’র চরিত্রে অভিনয় করেছিলেন বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২৩ সালের পুজোতেই লঞ্চ করার কথা ছিল ক্যামেলিয়ার ‘ওটিটি’ প্ল্যাটফর্মের। কিছু কারণে তা পিছিয়ে যায়।

বাংলায় আসছে নতুন ওটিটি প্লাটফর্ম, ফ্রাইডে, কী কী চমক থাকছে এখানে?

করোনা পরিস্থিতির পরবর্তী সময়ে সারা বিশ্বে ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েব সিরিজের রমরমা। সকলেই চাইছেন বাড়ি বসে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে একসঙ্গে সিনেমা-ওয়েব সিরিজ দেখতে। মূলত সেই বিষয়টি মাথায় রেখেই ‘ওটিটি’ প্ল্যাটফর্ম চালুর কথা ভাবেন ক্যামেলিয়া গোষ্ঠীর প্রধান নীলরতন দত্ত।

‘Fridaay’ App গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করা যাচ্ছে। আপাতত তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসা হয়েছে। বেসিক, প্রিমিয়াম এবং প্রো। বেসিক প্ল্যানে ৩০ দিনের জন্য ৯৯ টাকা দিতে হচ্ছে। প্রিমিয়াম প্ল্যানে ৩৬৫ দিনের জন্য দিতে হবে ৯৯৯ টাকা। আর প্রো প্ল্যানে ৯০ দিনের জন্য দিতে হবে ২৯৯ টাকা।

কী কী রয়েছে ‘Fridaay’ প্ল্যাটফর্মে?

পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘উনিশে এপ্রিল’ এবং ‘আমি নন্দিনী’

সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অফ ক্রাইম’

আবু হায়াত মামুদ পরিচালিত ‘ভালোবাসা’ 

দীপ মোদক পরিচালিত ‘নিক্রো’ ও কৌশিক করের ‘ফটাশ’

কার প্রেমে পড়েছেন যীশু সেনগুপ্ত? চিনেন নিন ব্যক্তিকে

অরিন্দম শীল পরিচালিত ওয়েব সিরিজ ‘সাহেব বিবি জোকার’, ‘ইস্কাবনের বিবি’ এবং ‘শাহবাজ’

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘কে কে অ্যান্ড অ্যাসোসিয়েট’

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রেনেসাঁ এবং আরও অনেক চমক থাকছে ‘Fridaay’-তে।