Nabanita: ‘আমার অনেক জিনিস জিতুর কাছে রয়েছে!’

Nabanita: ‘আমাদের আগের বছর নভেম্বরের ১৭ তারিখে ডিভোর্স হয়েছে। ও নাকি মজা করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে তো অনেক আগেই ব্লক করে রেখেছে সামাজিক…

Nabanita

Nabanita: ‘আমাদের আগের বছর নভেম্বরের ১৭ তারিখে ডিভোর্স হয়েছে। ও নাকি মজা করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে তো অনেক আগেই ব্লক করে রেখেছে সামাজিক মাধ্যমে। আপনাদের থেকেই শুনলাম জিতু মস্করা করেছেন বিয়ে নিয়ে। কারও থেকে কপি করে পোস্ট করেছেন বোর লাগছে বলে। ওর জীবনে কেউ আছেন কি না সেটাই জানি না। আমাদের আইনি বিষয়েই কথা হয়।’ ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নবনীতা।

আসলে সম্প্রতি নিজের দ্বিতীয় এনগেজমেন্টের বিষয়ে নিয়ে একটু মশকরা করে সোশ্যাল মিডিয়ায় জিতু বলেছিলেন, ‘আপনারা আমাকে অনেকদিন ধরেই এটা নিয়ে প্রশ্ন করছেন। তাই ভাবলাম জবাবটা দিয়েই দেই। প্রথমত, আমি আমার সম্পর্ক লোকাচ্ছি না। দ্বিতীয়ত আমার সম্পর্ক কারও মাথা ব্যথার কারণ হতে পারে না। তৃতীয়ত আমাকে আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন করতে হচ্ছে। হ্যাঁ কাছের বন্ধু ও পরিবারের কাছে গিয়েছে নিমন্ত্রণপত্র। আমার এনগেজমেন্ট ২৫ মার্চ। এটা হঠাৎ করেই ঠিক হয়েছে। আমার পরিবার আসলে এতে খুশি, আর আমি নিজেও!’ এরপরেই আসল টুইস্ট নিয়ে জিতু বলেন, ‘আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম।’

Advertisements

এরুপরেই নবনীতার উক্তি জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে নবনীতা বলেন, ‘এই ডিভোর্সটা থেকেই আমি বেরিয়ে আসতে পারলাম না। কিছু আইনি বিষয় এখনও আটকে রয়েছে।আমার অনেক জিনিস জিতুর কাছে রয়েছে। আমার বিয়ের গয়না ওর কাছেই আছে। ডিভোর্সের আগে বলত জিতু সব দিয়ে দেব। কিন্তু এখনও পর্যন্ত আমি আমার গয়না ফেরত পাইনি।’