মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Shilpa Shetty-Raj Kundra) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বড় পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, এই তারকা দম্পতির বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, তাঁদের একটি সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা তাঁকে ৬০ কোটি টাকা বিনিয়োগ করার প্রলোভন দেখান। বলা হয়, এই অর্থ ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানো হবে। কিন্তু অভিযোগ, সেই অর্থ ব্যবসায় নয়, বরং ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়।
কোঠারির দাবি অনুযায়ী, এই অর্থ মূলত ঋণ হিসেবে দেওয়া হলেও পরে সেটিকে বিনিয়োগ হিসেবে দেখানো হয়। কারণ হিসেবে দেখানো হয় কর বাঁচানোর অজুহাত। শুধু তাই নয়, ২০১৬ সালের এপ্রিলে শিল্পা শেঠি নিজে ব্যক্তিগতভাবে গ্যারান্টি দেন যে এই অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ শতাংশ বার্ষিক সুদ সহ ফেরত দেওয়া হবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই শিল্পা শেঠি কোম্পানির পরিচালক পদ থেকে ইস্তফা দেন।
এরপরেই অভিযোগকারীর নজরে আসে যে সংশ্লিষ্ট কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে ইতিমধ্যেই ১.২৮ কোটি টাকার ইনসলভেন্সি মামলা চলছে। কিন্তু এই বিষয়ে তাঁকে কোনওরকম তথ্য দেওয়া হয়নি। কোঠারির বক্তব্য, এই তথ্য গোপন করে তাঁকে প্রতারণা করা হয়েছে।
এখন মুম্বই পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করছে এবং শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার প্রক্রিয়া শুরু করেছে। পুলিশি সূত্রের খবর, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে খুব শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়ায় বলিউডের এই জনপ্রিয় দম্পতি ফের সংবাদ শিরোনামে চলে এসেছেন। উল্লেখ্য, এর আগে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছিলেন, তখনও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এবার আবার আর্থিক প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিল পুলিশ।
আইনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন অভিযুক্তরা। কারণ, প্রতারণার মামলা ও কর ফাঁকির অভিযোগ ভারতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
ব্যবসায়ী দীপক কোঠারি ইতিমধ্যেই পুলিশের কাছে বিস্তারিত প্রমাণ পেশ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে লেনদেনের নথি, লিখিত চুক্তিপত্র এবং শিল্পা শেঠির দেওয়া ব্যক্তিগত গ্যারান্টির চিঠি। এই সমস্ত প্রমাণ খতিয়ে দেখে পুলিশ দ্রুত আইনি পদক্ষেপ নিতে চলেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যবসায়ী মহল থেকে শুরু করে বলিউডের অন্দরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে আগেও নানা বিতর্ক উঠেছে, কিন্তু এত বড় অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ এবারই প্রথম।
এখন দেখার বিষয়, পুলিশি তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে এবং এই অভিযোগ আদালতে প্রমাণিত হলে শিল্পা-রাজ দম্পতির ভাগ্যে কী অপেক্ষা করছে।