Monday, December 8, 2025
HomeEntertainmentBollywood superstars: বলিউডের চার সুপারস্টার এবার এক পর্দায়

Bollywood superstars: বলিউডের চার সুপারস্টার এবার এক পর্দায়

- Advertisement -

৮০-৯০ এর দশকের স্টাররা কি এবার একসঙ্গে! কিন্তু এবার প্রশ্ন কোন স্টাররা (Bollywood superstars) থাকবেন একসঙ্গে! মিঠুন চক্রবর্তী, সানি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ।

এটা শুধু আর ভাবনার স্তরে নেই, সত্যি এই চারজনকে নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। এই কাজটি করছেন পরিচালক বিবেক চৌহান। আহমেদ খানও এই প্রোজেক্টের সঙ্গে জুড়েছেন। তাঁদের নাম ঠিক না হওয়া এই ছবিও অ্যাকশনে ভরপুর থাকছে। এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর ম্যারাথন শিডিউলে শুটিং হবে এক মাসের মধ্যে। বিভিন্ন লোকেশনে হবে শুটিং। সঙ্গে মুম্বই স্টুডিয়োতে।

   

কেজিএফ ২ এর সাফল্য চরম শিখরে পৌঁছে দিয়েছিল সঞ্জয় দত্তকে। সদ্য তাঁর মুক্তি পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ। বয়স সকলেরই হয়েছে। কিন্তু অ্যাকশন থেকে কেউই বিরত নন। এখনও সকলে কাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস। কিন্তু এবার যদি এই চার পাওয়ার প্যাক অ্যাকশন অভিনেতা একসঙ্গে ছবিতে অভিনয় করেন, সেই ছবির দেখার আগ্রহ থাকবেই প্রত্যেকের অনুরাগীদের মধ্যেই।

সানি দেওলের সেই ঢাই কিলো কা হাত আজও সকলের উপরে ভারি পড়ছে। এবার সেই চার সুপারস্টারকে দেখা যাবে ছবির পর্দায়। কিন্তু কোন চরিত্রে কে অভিনয় করছেন সবটাই সাসপেন্স রেখেছে পরিচালক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular