Mouni Roy: হাতে শাখা-পলা, মাথায় সিঁদুর-পরণে ছোট পোশাক- হট অবতারে ভাইরাল মৌনী

মুম্বই:নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে মৌনীর (mouni roy) বিয়ের ছবি। আর এর মাঝেই ভাইরাল হল একটি ছবি। যেখানে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা, পরণে খোলা মেলা পোশাকে সবার…

mouni-roy

মুম্বই:নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে মৌনীর (mouni roy) বিয়ের ছবি। আর এর মাঝেই ভাইরাল হল একটি ছবি। যেখানে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা, পরণে খোলা মেলা পোশাকে সবার চোখ কারছেন তিনি।

আপাতত গোয়াতেই রয়েছেন মৌনী ও তাঁর বন্ধুরা। গতকালই সাত পাকে বাঁধা পড়েছেন মৌনী। সেই রেশ রেখেই মৌনীর হাতে দেখা মিলল শাঁখা পলার। কপালে রইল সিঁদুরও। কালো সানগ্লাসে চোখ ঢেকে সমুদ্রতটে অপরূপা মৌনী। এই ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

   

mouni-roy

Advertisements

মৌনি রায় ও সূরজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ ভক্ত ও প্রিয়জনদের শুভেচ্ছাবার্তাও যেন উপচে পড়ছে । সকালে দক্ষিণী রীতিতে বিয়ে। আর গোধূলির আলো ফুটতেই একেবারে বাঙালি রীতি মেনে বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েন বলিউডের বাঙালি কন্যা মৌনী রায়।
গত বছরের শুরু থেকেই শোনা গিয়েছিল বিয়ে করছেন মৌনী রায়। পাত্র বহুদিনের প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে সুরজ। ব্যবসা করেন দুবাইয়ে। অন্যদিকে কোচবিহারের রাজবংশী পরিবারের মেয়ে অভিনেত্রী। তাঁর বাবা কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মচারী। মা অবসারপ্রাপ্ত শিক্ষিকা।