Mouni Roy: সমুদ্র সৈকতে বিকিনিতে হট সেজে নেটিজেনদের কটাক্ষের শিকার মৌনী

Mouni Roy on sea beach

বছর শেষে সেলিব্রেশনের পালা তুঙ্গে। টলি থেকে বলি, সেলিব্রেটিরা প্রায় অনেকেই ঘুরতে বেরিয়ে গেছেন তাদের স্বপ্নের জায়গায়। আর এবার সেই তালিকাতে জায়গা করে নিয়ে মৌনী রায় (Mouni Roy)। প্রথম থেকেই এই সেলেব আইটেম নম্বরে নজর কাড়া। সে কেজিএফ হোক বা রাজকুমার রাও-এর বিপরীতেই হোক, তাঁর শরীরী ভাঁজে মুহূর্তে ঝড় ওঠে নেটপাড়া।

বারবারই তিনি তাঁর হট লুকের জন্য চর্চিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকে শুরু করে তাঁর লুক, এক কথায় প্রতিটা মুহূর্তে চর্চিত। নাগিন খ্যাত এই স্টার বর্তমানে ভক্তদের পছন্দের তালিকায় অন্যতম বোল্ড কুইন। মৌনী রায় বরাবরই তাঁর লুক থেকে শুরু করে তাঁর ফিগারের জন্য প্রশংসিত ভক্তমনে। তবে মাঝে মধ্যে ট্রোলিং-এর শিকারও হতে হয় তাঁকে। কখনও শরীরে মেদ না থাকার কারণে, অতিরিক্ত স্লিম দেখার কারণে রীতিমত ট্রোল্ড হতে হয়।

   

আর এবার সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়ে বিকিনিতে ধরা দিয়েছেন মৌনী। আর তা দেখেই ভক্তদের নজর কেড়েছে। কিছু নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন মৌনীকে, তার শরীরের ছিপছিপে গড়ন দেখে। আবার কেউ প্রশংসা করেছেন তাকে। বর্তমানে মৌনী বলিউডের হট টপিক হয়ে উঠেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন