মৌনির সিজলিং হট হানিমুনে উত্তাপ বাড়ছে ইন্টারনেটে

mouni roy

মুম্বই: মৌনি রায়ের ইনস্টা পোস্ট বলছে, সিজলিং হট হানিমুনে রয়েছেন নায়িকা। কালো সুইমিং স্যুটে কাশ্মীরের কড়া ঠান্ডায় আগুন জ্বালালেন মৌনি। যে ছবি দেখে উত্তাপ বাড়ছে ইন্টারনেটে। হটনেসে কাবু করলেন সকলকে।

Advertisements

প্রেমের সপ্তাহে রোম্যান্সে মশগুল বলিপাড়ার নিউলি ম্যারেড কাপল। বিয়ের পর্ব সেরে হানিমুনে পিরিয়ডে রয়েছেন মৌনি রায় ও সুরজ নাম্বিয়া। ডেস্টিনেশন গুলমার্গ। সেখান থেকে দু’জনের ভালবাসার মুহূর্ত পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। যা ভ্যালেন্টাইন উইকে কপিলদের মধ্যে ছড়াচ্ছে রোম্যান্সের নেশা।

Advertisements

কখনও স্নো-বাইকিং, কখন গুরম চা, কখনও আবার তুষার বৃষ্টি হানিমুনে চুটিয়ে মজা করছেন সেলেব জুটি। তবে প্রতিটি ছবিতে সিঁথিতে চওড়া সিঁদুর। হাতে শাঁখা-পলা, নোয়া পরে এক্কেবারে বাঙালি বধূ বেশে ধরা দিয়েছেন মৌনি, যা নজর কেড়েছে অনুরাগীদের।