‘পদাতিক’ এর টিজার মুক্তির পরেই জাপান ভ্রমণে লাস্যময়ী মনামী

পরিচালক মৃনাল সেনের জন্মবার্ষিকীতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত -বায়োপিক ‘পদাতিক’। ছবিতে মৃনাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং মৃনাল সেনের স্ত্রী গীতা সেনের…

monami ghosh

short-samachar

পরিচালক মৃনাল সেনের জন্মবার্ষিকীতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত -বায়োপিক ‘পদাতিক’। ছবিতে মৃনাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং মৃনাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করে নজর করেছেন মনামী ঘোষ।

   

ইতিমধ্যেই জাপান ভ্রমণে গিয়েছেন তিনি। তার সমাজমাধ্যমে তার ভ্রমণের কিছু চিত্রও প্রকাশ করেছেন তিনি। সাম্প্রতি জাপানের শিবুয়াতে রয়েছেন মনামী। শিবুয়া স্কাই টাওয়ারের সর্বোচ্চ তলা থেকে শহরের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে তাকে কালো টপ এবং হলুদ ফ্রকে দেখা যাচ্ছে। কখনও তার পিছনে কাচের প্রতিফলনে দেখা যাচ্ছে শহরকে আবার কখনও তিনি নিজেই শহরের দিকে তাকিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন। ছবিগুলি তুলেছেন সৈকত বারুরী। ক্যাপশনে তিনি লিখেছেন ‘ওপর থেকে” ।একটি ভিডিওতে শিবুয়া ক্রসিং দিয়ে হেটে যাওয়ার সময় একটি রিল ও বানিয়েছেন মনামী। তার ক্যাপশনে তিনি লেখেন, “টোকিওতে আসবো আর শিবুয়া ক্রমসিং এ রীল বানাবো না এটা কখনও হয় ?”

monami ghosh

মনামীকে শেষ দেখা গিয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’ চলচ্চিত্রে। তার আগামী চলচ্চিত্র ‘পদাতিক’, মুক্তির অপেক্ষায় রয়েছে।