HomeEntertainmentMonami Ghosh: নিজের বার্থ ডে পার্টি নিজের হাতেই তছনছ করে দিলেন অভিনেত্রী...

Monami Ghosh: নিজের বার্থ ডে পার্টি নিজের হাতেই তছনছ করে দিলেন অভিনেত্রী মনামী

- Advertisement -

দেওয়ালে ঝুলিয়ে রাখা ‘হ্যাপি বার্থ ডে’ লেখার অ্যালফাবেট গুলি টেনে টেনে ছিড়ে ফেললেন। পিন দিয়ে ফাটিয়ে দিলেন সমস্ত বেলুন। একের পর এক কোপে কেক করে ফেললেন নষ্ট। নিজের বার্থ ডে পার্টি নিজের হাতেই তছনছ করে দিলেন অভিনেত্রী মনামী (Monami Ghosh)। সোশ্যাল মিডিয়া জুড়ে সকাল থেকে অনুরাগী এবং অন্যান্য শিল্পীরা তাঁকে শুভেচ্ছা জানান। এদিকে সন্ধ্যে নাগাদ নিজের জন্মদিন পালনের এমন ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশন ‘সমস্ত বার্থডে গার্ল একই রকমের হয় না’।

সাধারণত জন্মদিনে বেলুন, কেক ইত্যাদি নিয়ে উচ্ছ্বসিত থাকেন সকলে, তবে তাঁর ভিডিওয় দেখা গেল খানিক অন্য ধরনের মুখভঙ্গি। বেশ ‘দাবাং’ মুডেই ছিলেন অভিনেত্রী। সেটাই নজর কাড়ল অনুরাগীদের। ২০ ফেব্রুয়ারি, জীবনের পথে আরও এক বছর এগিয়ে গেলেন অভিনেত্রী মনামী ঘোষ। জীবনের এই বিশেষদিনটা জারাসা হটকে করে পালন করলেন তিনি। শনিবার এক্কেবারে ডিভার মতোই নিজের জন্মদিন পালন করেন। আর সেখানেই স্পেশ্যাল ফটোশুট করেন।

   

জন্মদিনের থিম রং লাল। লাল টুকটুকে গাউন, চুলে টপ নট, গলায় ও কানে মানানসই গয়নায় বেশ মানিয়েছিল অভিনেত্রীকে। এমনকী জন্মদিনের কেকও ছিল ‘রেড ভেলভেট’ ফ্লেভারের।

মুক্তির অপেক্ষায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বেলাশুরু’ (Belashuru) ছবিটি। সেই ছবিতে মনামী ঘোষের প্রথম লুকও প্রকাশিত হল তাঁর জন্মদিনেই। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই বছরের জন্মদিনে সেরা উপহার… পিউয়ের প্রথম লুক’।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular