বর্তমানে টলিউড জগত থেকে শুরু করে সাধারণ মানুষ মেতেছে এখন “নো চাপ” (no chap) চ্যালেঞ্জে। চলতি বছরের ডিসেম্বর মাসে আসতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালনায় ‘হামি ২’। শিশুদের কাহিনীকে অবলম্বন করে তৈরী এই সিনেমাটিতে রয়েছে ‘নো চাপ’ নামক একটি গান।
এই সিনেমাটির ট্রেলার রিলিজের সাথে সাথে এই পরিচালক জুটি দর্শকদের দিকে ছুঁড়ে দিয়েছে ‘নো চাপ চ্যালেঞ্জ’। আর এই চ্যালেঞ্জে সামিল হয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তার নাতি। তৃণমূল বিধায়ক মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সকলের প্ৰিয় এম এম নেট দুনিয়ায় সক্রিয় থাকার দরুন তিনিও করে ফেললেন এই চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জের ভিডিওতে তিনি বলছেন তার প্ৰিয় ডায়লগ, বললেন “আমি মদন মিত্র, আমার পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক হামি। ওহ লাভলী” এরপর তার নাতি গানের সাথে লিপসিং করতে করতে বলছে ‘নো চাপ’। সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হওয়া মাত্রই বেশ ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিওটি। এই ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় ৭০০টি। চোখ ধাঁধানো লুকে মদন মিত্র এই ভিডিও করার মাধ্যমে তিনি যেনো পৌঁছে গেছে তার নাতির বয়সে। দাদু-নাতির জুটি সোশ্যাল মিডিয়াতে আগেও বেশ চর্চিত কিন্তু এই ভিডিওর পরে এই জুটি জনপ্রিয় হয়ে উঠছে দর্শকদের কাছে।