Mithun: বহিরাগত কারা? কী বললেন মিঠুন!

Mithun

Mithun: ‘আমার তো মনে হয়, রবীন্দ্রনাথ চিরকাল প্রত্যেকের কাছে প্রাসঙ্গিক। কারণ, রবীন্দ্রনাথ ধর্ম নিয়ে ভেদাভেদ করতে শেখান না। আমিও সে মতাদর্শেই বিশ্বাস করি। তবে কে কতটা মনোযোগ দিয়ে রবীন্দ্রনাথকে গ্রহণ করবেন, তা তর্কসাপেক্ষ। বাবা-মায়েদের আগামী প্রজন্মকে শেখানো উচিত। আমি যেমন আমার ছেলেমেয়েদের শেখাই।’ এক সাক্ষাৎকারে এমনটাই বললেন মিঠুন চক্রবর্তী।

Advertisements

রবীন্দ্রাচর্চা প্রসঙ্গে অভিনেতা বললেন, ‘বাঙালি ঘরে সব বাচ্চাকেই এখনও শেখানো হয়। কিন্তু কে কতটা পড়াশোনা করে কবিগুরুর শিক্ষা নেয়, জানি না। নতুন প্রজন্মের কাছে সময় কোথায়! সকালে ফোন হাতে নিয়ে ঘুম থেকে উঠছে! রাতে ঘুমোনোর সময়ও তাই। কী যে এত দেখে, কতটা বোঝে, জানি না। জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমার কাছে সমাজমাধ্যম শুধুই ট্র্যাশ। কারণ, যা থেকে আমার জ্ঞান বাড়বে না, আমার কাছে তার কোনও মূল্য নেই। জ্ঞান না থাকলে লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়।’

বহিরাগত কারা! উত্তর দিতে গিয়ে মিঠুন বললেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। যেখানে স্বার্থ জড়িয়ে থাকে, সেখানে এই ধরনের আলোচনা হবেই। যে দিন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন এই ন্যায়-অন্যায়ের প্রশ্নগুলো তোলা সম্ভব। বাইরে থেকে কেউ এসে যদি আপনাকে এক কোটি টাকা দেয়, আপনি ঠিক গলা জড়িয়ে আত্মীয়তা তৈরি করবেন। এক বছর নিজের বাড়িতে রেখে খাইয়েদাইয়ে সেই আত্মীয়তা পালন করবেন। কিন্তু কোনও স্বার্থ না থাকলেই সে ‘বহিরাগত’ হয়ে যাবে, তাই না?’

Advertisements

মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর অন্যতম ছবি কাবুলিওয়ালা। তার প্রচারে এসেই নিজের মনের কথা খুলে বলেছিলেন একদিন। কিছুদিন হল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। স্ট্রোকের কবলে পড়ে জীবনের ঝুঁকি মিটিয়ে আপাতত ভালোই আছেন অভিনেতা।