Mithun Chakraborty: এই অভিনেত্রীই মিঠুনের প্রথম স্ত্রী! এতদিন গোপন ছিল পরিচয়

টলিউড থেকে বলিউড যিনি তার নাচের মোহে লক্ষ লক্ষ অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছেন এক নিমেষে, তিনি আর কেউ নন, মিঠুন চক্রবর্তী। মৃণাল সেনের ১৯৭৬ সালের…

টলিউড থেকে বলিউড যিনি তার নাচের মোহে লক্ষ লক্ষ অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছেন এক নিমেষে, তিনি আর কেউ নন, মিঠুন চক্রবর্তী। মৃণাল সেনের ১৯৭৬ সালের চলচ্চিত্র মৃগায়া দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মিঠুন(Mithun Chakraborty)। এই ছবির জন্য তিনি তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

এরপরে তাঁর চার দশকেরও বেশি লম্বা সময়ের পেশা জীবনে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। তার নাচের স্টেপ আর দুর্দান্ত ডায়ালগ দর্শকদের কাছে তাকে ‘মহাগুরু’ বানিয়ে দিয়েছে। 

তবে মহাগুরুর জীবনে প্রেম নিয়ে অনেক জল্পনার কথাই শোনা যায়। জানা যায় যে কেরিয়ারের শুরুতেই মিঠুন চক্রবর্তী অভিনেত্রী সারিকাকে ডেট করেছিলেন যাঁর সঙ্গে তিনি বিভিন্ন ছবিতে কাজ করেছিলেন, কিন্তু অবশেষে তাদের বিচ্ছেদ ঘটে।

তারপরেই, মডেল-অভিনেত্রী হেলেনা লুকের সঙ্গে সম্পর্ক ছিল মিঠুনের। হেলেনাকে ১৯৭৯ সালে বিয়ে করেছিলেন মিঠুন, কিন্তু তারা এই বিয়ের চার মাস পরেই আলাদা হয়ে যান।

এরপর মিঠুন অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের কাছ থেকে বিচ্ছেদের পর মিঠুনকে বিয়ে করেন যোগিতা বালি। সেইসময় লক্ষ লক্ষ তরুণীর মন ভেঙে শেষমেশ অভিনেত্রী যোগীতা বালিকে বিয়ে করেন মিঠুন। কিন্তু অনেকেরই জানা নেই যে তার আগেও অন্য এক সম্পর্কে জড়িয়ে ছিলেন মহাগুরু।

যে বছর মিঠুন ও যোগীতা গাঁটছড়া বাঁধেন সেই বছরই মিঠুন চক্রবর্তী বিয়ে করেন হেলেনা লিউককে। মাত্র চার মাস টেকে তাদের দাম্পত্য। তবে আজ অবশ্য হেলেনাকে সেভাবে কেউ মনে রাখেননি। ১৯৭০ এর সময়ে বলিউডে পা দেন এই মডেল অভিনেত্রী। 

পরবর্তী সময়ে ১৯৮২ সালে ‘সাথ সাথ’ ছবিতে খুবই ছোট একটি চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। এরপর ‘আও পেয়ার করেঁ’, ‘দো গুলাব’ এবং ‘ভাই আখির ভাই হোতা হ্যায়’ ছবিতেও তিনি অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তিনি। তবে মিঠুনের সাথে বিয়ে হলেও বর্তমানে তাকে মনে রাখেননি কেউই। চিরকাল আড়ালে গোপন থেকেছেন তিনি। এমনকি মিঠুন চক্রবর্তীও তাকে নিয়ে কোনোদিনই মুখ খোললেনি। কিন্তু কেন এই পরিণতি? তা আজও রহস্য।