Home Entertainment Mithai: রিকি নাকি সীড জানুন আসল সত্যি

Mithai: রিকি নাকি সীড জানুন আসল সত্যি

Mithai

হাসি-মজা-রহস্য আর দুঃখ নিয়ে জমজমাটি ‘মিঠাই’ (Mithai) প্লট। সিদ্ধার্থের অ্যাকসিডেন্টের পর, ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে নতুন চরিত্র রিকি দ্যা রকস্টার। হল্লাপার্টি মনে করছে-এই রিকি তাদের হারিয়ে যাওয়া সিডি বয়। রুদ্রর কথায় এই রকস্টার হায়দরাবাদের বাসিন্দা রিকি রায়। এই দু’য়ের মাঝে ফেঁসে দর্শকদল। তারা বুঝতেই পারছেন না রিকি আসলে কে? সব প্রশ্নের উত্তর মিলেছে এবার। জানা গিয়েছে, এই রিকি দ্যা রকস্টারই আসলে সিদ্ধার্থ। আর এই গোটা ঘটনা যে জানেন সেই একমাত্র ব্যক্তি হল রুদ্র। যা ‘মিঠাই’-এর পরবর্তী এপিসোডে খোলসা হতে চলেছে।

Advertisements

একাই দেখভাল করবেন সন্তানের এবার ‘সিঙ্গেল মাদার’ ঋতুপর্না

   

বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। গত বছর ৪ জানুয়ারি থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে। শুরু থেকেই এই ধারাবাহিক টেলি অনুরাগীদের মন জিতে নিয়েছে। বাঙালির মিষ্টিপ্রীতি নিয়ে এই গল্প। মিঠাই আর ‘উচ্ছেবাবু’র টক-ঝাল সম্পর্ক নিয়ে এই গল্প এগিয়ে চলেছে, আর এই রসায়নে মাত দর্শক।

ডেট ফাইনাল বিয়ের পিঁড়িতে দেব-রুক্মিণী

উল্লেখ্য, একটানা টি-আর-পি তালিকায় শীর্ষ স্থান দখন করে রেখেছিল জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। কিন্তু স্টারে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ শুরু হওয়ার পর থেকে সিংহাসন টলেছে ‘মিঠাই’-এ। প্রথম স্থান থেকে দ্বিতীয় হয়ে এসপ্তাহে তৃতীয় স্থানে এসে দাঁড়িয়েছে ‘মিঠাই’-এর টি-আর-পি। আর তাতেই মন খারাপ ম্যাডামের। যদিও হেরে যাওয়ার মেয়ে তিনি নয়। তাই লড়াকুদের মতো ফেসবুকে একটি মিম শেয়ার করেছেন অভিনেত্রী লিখেছেন, ‘ভাল কাজ করো, ফলাফল তোমার কাছে ফিরে আসবেই ।’

Advertisements