গ্ল্যামার ইন্ডাস্ট্রি ছেড়ে সাধ্বী হলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী!

গুরু দীক্ষা গ্রহণের পর গ্ল্যামার জগৎ ছেড়েছেন বলিউড অভিনেত্রী ঈশিকা তানেজা (Ishika Taneja)। বৃহস্পতিবার তিনি নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর কৈলাশানন্দ গিরি মহারাজের সঙ্গে দেখা করেন। এই…

miss-world-tourism-ishika-taneja-mahakumbh-2025-snan-triveni-sangam-shri-laxmi

গুরু দীক্ষা গ্রহণের পর গ্ল্যামার জগৎ ছেড়েছেন বলিউড অভিনেত্রী ঈশিকা তানেজা (Ishika Taneja)। বৃহস্পতিবার তিনি নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর কৈলাশানন্দ গিরি মহারাজের সঙ্গে দেখা করেন। এই সময় তিনি তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এর আগে মৌনী অমাবস্যায় গঙ্গায় স্নান করার পর ঈশিকা সনাতন ধর্ম প্রচারের প্রতিজ্ঞা করেছিলেন। আসুন জেনে নিই ঈশিকা তানেজা কে?

ঈশিকার (Ishika Taneja)ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৬ সালে। ভারতের ১০০ জন সফল নারীর বিভাগে এই অভিনেত্রীকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হয়েছে । এরপর তিনি ২০১৭ সালে মধুর ভান্ডারকরের ছবি ‘ইন্দু সরকার’-এ অভিনয় করেন এবং বিক্রম ভাটের ধারাবাহিক ‘হাদ’-এও দেখা গিয়েছিলেন। ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ খেতাব জিতেছিলেন ইশিকা তানেজা। এছাড়াও, তিনি ৬০ মিনিটে ৬০টি মডেলের উপর পূর্ণাঙ্গ এয়ারব্রাশ মেকআপ জন্য ঈশিকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ishika Taneja (@ishika_taneja)

জানুয়ারির শুরুতে তিনি মধ্যপ্রদেশের জবলপুরে শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জি মহারাজের কাছ থেকে গুরু দীক্ষা গ্রহণ করেন। তার পর থেকে ঈশিকা (Ishika Taneja) নিজেকে সনাতন ধর্মের প্রচারে নিয়োজিত করার শপথ নিয়েছেন। ঈশিকা বলেছেন, “নারীরা শুধু নাচ বা মডেলিংয়ের জন্য সৃষ্টি হয়নি। আমরা সনাতন ধর্মের সেবা করার জন্য সৃষ্টি হয়েছি, আর এই কাজের মাধ্যমে আমরা আমাদের জাতির উন্নতি সাধন করতে পারি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishika Taneja (@ishika_taneja)

সংবাদ মাধ্যম সূত্রে খবর ঈশিকা (Ishika Taneja)আশ্বাস দিয়েছেন তিনি পুরনো জীবনে ফিরে যাব না। তিনি বললেন, “সুযোগ পেলে আমি চলচ্চিত্র নির্মাণ করব, কিন্তু সেগুলিতেও আমি সনাতন ধর্ম প্রচার করব।”