বাংলা ছোট পর্দার নায়িকা থেকে হিন্দি টেলিভিশন ধারাবাহিকের দাপুটে খলনায়িকা! অনেকদিন ধরেই একইসঙ্গে বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিই সমানতালে সামলাচ্ছিলেন। ( Mishmee Das ) সম্প্রতি জনপ্রিয় দুটি ধারাবাহিকের খলনায়িকা তিনি। কথা হচ্ছে বাংলা টেলিভিশন অভিনেত্রী মিশমি দাসকে নিয়ে। যিনি লাইট-ক্যামেরা-অ্যাকশন দূরে সরে যেতে চাইছেন। কিন্তু কেন অভিনেত্রীর এমন সিদ্ধান্ত!
উত্তম কুমারের প্রিয় পদ, সঙ্গে কাজুরী গুহের রেসিপি
সম্প্রতি মিশমি তার ইনস্টাগ্রাম ( Mishmee Das ) স্টোরিতে লিখেছেন, “টেলিভিশন আমাকে জীবনে সবকিছু দিয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি নিজের পরিশ্রমের উপর ভর করেই আজ এই জায়গা পৌঁছেছি। এই সফরে অনেক মানুষ আমার পথ প্রদর্শক হয়েছে, তোমরা জানো তোমরা কারা। এই অতিমারীর সময়ে জীবন, কাজ, কেরিয়ার- সবকিছুই খুব অনিশ্চিত। আমি সত্যিই সৌভাগ্যবান যে আমি ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিসতো কা মানঝা’ টিমের সঙ্গে কাজ করতে পেরেছি। টিনা আর রিনি আমার হৃদয়ের খুব কাছের”।
দিল্লির চাকরি ছেড়ে কলকাতায় এসেছিলাম, ওজন ছিল ৭২ কেজি: তৃণা সাহা
তিনি আরও লিখেছেন, ( Mishmee Das ) “শেষ কয়েক মাস আমার জন্য খুব কঠিন ছিল, আমি একইসঙ্গে দুটো মেগাতে কাজ করেছি। কিন্তু এই অতিমারী আমাকে শিখিয়েছে জীবনের কোনও কোনও সময় বিরতি নেওয়া প্রয়োজন। প্রয়োজন নিজের উপর ফোকাস করা। নিজেকে খোঁজবার নতুন যাত্রা শুরু করা উচিত। জানি না আগামিতে কী হবে, তবে আমি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবার আগে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁদের জন্য আমি আজ এই জায়গায়। আমি খুব বিনম্রভাবে এই সময়টায় একটু গোপনীয়তা প্রার্থনা করছি”।
দ্বিতিপ্রিয়া নাকি কৌশাম্বী কার প্রেমে অদৃত! সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সীড
বর্তমানে গোয়াতে থাকছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন অনুগামীদের জন্য। তবে কিছুদিন আগে ইনস্টাগ্রামে বিকিনি লুকে ছবি শেয়ার করে নেটিজেনদের কুৎসিত ট্রলার শিকার হয়েছিলেন অভিনেত্রী। এদিন এই প্রসঙ্গেও কথা হয়, সৌরভ মিশমিকে জিজ্ঞাসা করেন, খুব একটা সমুদ্রের দিকে যাওয়া হয় না নাকি? যার উত্তরে একেবারে অপকট জবাব অভিনেত্রীর