মির্জাপুরের সাকসেস পার্টিতে উধাও ‘গুড্ডু ভাইয়া’, দূরত্ব না অন্য কোনও কারণ? ঘনাচ্ছে রহস্য

আয়োজিত হল মির্জাপুরের তৃতীয় সিজেনের (Mirzapur Season 3) সাকসেস পার্টি (Success Party)। ৫ জুলাই (5th July) আমাজন প্রাইম ভিডিয়োতে (Amazon Prime Video) মুক্তি পাওয়া এই…

মির্জাপুরের সাকসেস পার্টিতে উধাও 'গুড্ডু ভাইয়া', দূরত্ব না অন্য কোনও কারণ? ঘনাচ্ছে রহস্য

আয়োজিত হল মির্জাপুরের তৃতীয় সিজেনের (Mirzapur Season 3) সাকসেস পার্টি (Success Party)। ৫ জুলাই (5th July) আমাজন প্রাইম ভিডিয়োতে (Amazon Prime Video) মুক্তি পাওয়া এই সিরিজটি মুক্তির সপ্তাহের প্রথম সপ্তাহান্তে, প্রাইম ভিডিওর সবচেয়ে বেশি দেখা শোতে (Most Watched show) পরিণত হয়। প্রসঙ্গত, আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজটি সমালোচনা পায় দর্শক এবং সমালোচকদের কাছ থেকে। তবে এত সমালোচনা সত্ত্বেও, রেকর্ড গড়ে মির্জাপুরের তৃতীয় সিজেন। রবিবার এই সাফল্যই উদযাপন করলেন শোয়ের নির্মাতারা।

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন সৌরভের দাদা স্নেহাশিস

এদিন সাকসেস পার্টিতে (Success Party) হাজির ছিলেন শোয়ের পরিচালক গুরমিত সিং (Gurmmeet Singh), শোয়ের স্ক্রিনওরাইটার রবি শংকরণ, সিনেমাটোগ্রাফের কুনাল কুরায় এবং প্রোডাকশান ডিজাইনার অভিজিৎ গাওঁকার। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছিলেন বিনা ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করা রাসিকা দুগ্গাল (Rasika Duggal), ডিম্পি পন্ডিতের চরিত্রে অভিনয় করা হর্ষিতা গৌড় (Harshita Gaur), সলনি তিয়াগির চরিত্রে অভিনয় করা নেহা সারগাম (Neha Sargam),গোলু গুপ্তার চরিত্রে অভিনয় করা স্বেতা ত্রিপাঠি শর্মা (Shweta Tripathi Sharma) এবং জরিনার চরিত্রে অভিনয় করা অনাংশা বিশ্বাস (Anangsha Biswas)।

মির্জাপুরের সাকসেস পার্টিতে উধাও 'গুড্ডু ভাইয়া', দূরত্ব না অন্য কোনও কারণ? ঘনাচ্ছে রহস্য

এদিন মির্জাপুরের সাকসেস পার্টিতে হাজির ছিলেন না ‘গুড্ডু ভাইয়া’ ওরফে আলী ফজল (Ali Fazl) । ১৬ জুলাই জন্মায় তাঁর এবং রিচা চাড্ডার কন্যা সন্তান। মেয়ে জন্মাবার পর থেকেই কর্মক্ষেত্র থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিনেতা।

Advertisements

এর আগে প্রাইম ভিডিয়ো জানায় যে পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলী ফজল (Ali Fazl), বিজয় ভার্মা (Vijay Varma) এবং স্বেতা ত্রিপাঠী শর্মা (Shweta Tripathi Sharma) অভিনীত সিরিজটি, ৫ জুলাই মুক্তির পরে দেশের ৯৮ শতাংশ শহর থেকে থেকে ভিউজ অর্জন করেছে। সোশাল মিডিয়া পোস্টর ক্যাপশনে আমাজন লিখেছে, “রেকর্ড ব্রেক করা তো আমাদের ইউএসপি। মির্জাপুরের তৃতীয় সিজেন (Mirzapur Season 3) আনুষ্ঠানিকভাবে ভারতে প্রাইম ভিডিওতে মুক্তির সপ্তাহান্তে সবচেয়ে বেশি দেখা শো হয়ে উঠেছে। এখনও দেখে না থাকলে, অবশ্যই দেখুন।”

কয়েকদিন আগে মির্জাপুরের দ্বিতীয় সিজনের লোকটি শুটিং দৃশ্য শেয়ার করেছিলেন হর্ষিতা গৌড়। ছবির ক্যাপশনে লিখেছিলেন, “ডিম্পির কাছের মানুষরা। ” এই ছবিগুলিতে হর্ষিতা ছাড়াও ছিলেন আলী ফজল, শিবা চাড্ডা এবং প্রিয়াংশু পাইনুলিকে। আলী ফজল এই সিরিজে হর্ষিতার দাদার চরিত্রে ছিলেন আলী। কখনও আলীকে জড়িয়ে আবার কখনও তাঁর পেশী ধরে ঝুলতে দেখা যায় হর্ষিতাকে।অন্য একটি পোস্টে শোয়ের ৩টে সিজিনের শুটিং ছবি শেয়ার করেছেন হর্ষিতা। সেই পোস্টে রয়েছে শোয়ের পুরস্কার জেতার মুহূর্তও।