বায়োস্কোপ ডেস্ক: সঞ্চালক মীর আফসার আলি তার হাস্যরসবোধের কারণে প্রায়শই চর্চার কারণ হয়ে ওঠেন। তার কৌতুকের বিষয়বস্তু কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা খেলোয়াড়, তো কখনো তার সহকর্মী বা অভিনেতা। এভাবেই বৃষ্টির মরশুমে বলিউড তারকা কাটরিনা কাইফকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রেম নিবেদন করে বসলেন মীর। তার কৌতুকের প্রশংসায় উচ্ছাসিত ভক্তরা।
বুধবার বিশ্ব হৃদ-স্বাস্থ্য দিবস। হৃদপিন্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক বছর পালন করা হয় এই দিনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রত্যেক বছর বিশ্ববাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলার জন্য পালিত হয়ে আসছে এই দিনটি। আর এই স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েই খানিকটা রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় ‘আফগান জেলেবি’ কাটরিনা কাইফের সাথে তার একটি পুরনো ছবি।
একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ওই ছবি প্রকাশ করে মীর লিখেছেন, “বাড়িয়ে দাও তোমার ‘হার্ট’, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।” এর পর তিনি আরো লিখেছেন, “আমি যদিও কেবল বলার চেষ্টা করেছি যে যা কিছু বুকের বাম দিকে ছিল, এখন তো সবই ডান দিকে।” উল্লেখ্য, ছবিতে মীরের ডানদিকে হাস্যমুখে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রী কাটরিনা কাইফকে।
মীরকে প্রায়শই এমন হাস্য রসাত্মক পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কোনো গুরুগম্ভীর বিষয়ও সাধারণত তিনি কৌতুককর ভাবে উপস্থাপন করে থাকেন। মীর দীর্ঘদিন যুক্ত রয়েছেন রেডিও এবং টেলিভিশনে এর বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনার কাজে। তিনি সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে একটি সংগীতানুষ্ঠানে সঞ্চালনার কাজে যুক্ত আছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ‘রেডিও মির্চি’-র একটি প্রভাতী অনুষ্ঠানের সঞ্চালনার সাথে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাবুল সুপ্রিয়ের দল বদল সম্পর্কে করা তার একটি পোস্ট। সোশ্যাল মিডিয়ায় তার কৌতুকবোধের কারণে বারবার সমলাচনার মুখেও পড়েছেন তিনি। যদিও সেসব সমলচনার বেশ হাস্যরসবোধের সাথেই জবাব দিতে দেখা যায় তাকে।