Mimi: ওমের সঙ্গে অন্য কাউকে দেখলে কতটা হিংসে হয় মিমির!

Mimi

Mimi: ওম সাহানি ও মিমি, নেটপাড়ার জনপ্রিয় জুটি। প্রায়ই তাঁদের দুজনের নাচের ভিডিয়ো বেশ ভাইরাল হতে দেখা যায়। তবে কয়েকদিন আগে ওমের সঙ্গে মনামিরও একটি নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। দর্শকেরা কমেন্টেরও বন্যা বইয়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গে এদিন ওম ঘরণী বললেন, ‘হিংসের কোনও প্রশ্নই নেই। কেন হিংসে করব বলুন তো! সে তার জায়গায়, আমি আমার। অন্য কাউকে ছোট না করেই বলছি, আমার সঙ্গে ওমের রিল এতটাই ভাইরাল হয় যে, আলাদা করে দুশ্চিন্তা হওয়ার কোনও কারণ নেই। সম্প্রতি একটি হিন্দি ছবির গানে আমাদের রিল এতটাই জনপ্রিয় হয়েছে যে নির্মাতারা পর্যন্ত সমাজমাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্য যে কোনও অভিনেত্রীর সঙ্গে রিল তৈরি করলেও আমার আর ওমের রিলের গ্রহণযোগ্যতা একই রকম থাকবে।’

সংসার কেরিয়ার দুটোই কীভাবে সামলে নেন অভিনেত্রী। বেশি দায়িত্বভার চেপে গিয়েছে বলে মনে হয় নামি তাঁর! তারই উত্তরে মিমি জানান, তিনি মাল্টিটাস্কিং করেন। এটা মায়ের থেকে পাওয়া। ছোট থেকেই মাকে একান্নবর্তী পরিবারের দায়িত্ব সামলাতে দেখে বড় হয়েছেন। মা তাঁকে বরাবরই বলেন, সব কিছু করতে জানতে হবে। তাই তিনিও যে নির্দিষ্ট কিছু করতে পারবেন না, তেমন ধারণা কখনও মনের মধ্যে চেপে রাখেন না। আর দায়িত্বভারের বিষয়টিও তাঁর কাছে সেভাবে মনে হয় না। নায়িকার কথায়, ‘কারণ মহিলা হিসেবে শুরু থেকেই জানতাম, দায়িত্বটা আমার উপরেই আসবে। এটা না আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। আর এই দায়িত্বটা কিন্তু সময়ের সঙ্গে মহিলারা সামলেও নিতে পারেন। আমি নিজে দেখেছি অভিনেত্রীরা সাংসারিক কাজ সামলেই দিনের পর দিন শুটিং ফ্লোরে আসছেন। শুটিং ফ্লোরে বসেই সিসিটিভি ক্যামেরায় বাড়িতে কী কী কাজ চলছে তার খোঁজ রাখছি।’

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন