সোশ্যাল মিডিয়ায় ওপেন হল মিমির সিক্রেট

কলকাতা: একে একে ওপেন হচ্ছে মিমির সিক্রেট। গোপন সেসব কথা নিজেই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন মিমি চক্রবর্তী।…

mimi chakraborty

short-samachar

কলকাতা: একে একে ওপেন হচ্ছে মিমির সিক্রেট। গোপন সেসব কথা নিজেই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। সেখানেই নিজের বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস ভাগ করে নেনে অনুরাগীদেরসঙ্গে। সেই সিরিজের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে র‍্যাপিড ফায়ার রাউন্ড খেলতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

   

পাহাড় নাকি সমুদ্র কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করেন তিনি। কিংবা অর্ডার করা খাবার নাকি মায়ের হাতের রান্না কোনটা ফাস্ট প্রেফারান্স-এমনই সব খুঁটি না খুটি কথা নিজের সম্পর্কে শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/reel/CZvsfVVJ__c/?utm_source=ig_web_copy_link

এদিকে যবনিকা উঠতে চলেছে। বোনঝিকে নিয়ে আসছেন মিমি। গ্রীষ্মের ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’। এই সিনেমা দিয়েই ২০২১-এ ‘বাজি’-র পর বড় পর্দায় ফিরছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

প্রসঙ্গত, শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি রিমেক ‘পোস্ত’দিয়ে বলিউডে যাত্রা শুরু করছেন মিমি।