Monday, December 8, 2025
HomeEntertainmentMimi Chakrabarty: এবার হিন্দি ওয়েবসিরিজ মিমির ঝুলিতে!

Mimi Chakrabarty: এবার হিন্দি ওয়েবসিরিজ মিমির ঝুলিতে!

- Advertisement -

সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakrabarty) এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে বলে মনে করছে দর্শক। শোনা যাচ্ছে এক বাঙালি পরিচালকের তরফ থেকে একটি হিন্দি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব এসেছে মিমির কাছে। এই ওয়েবসিরিজে এক বাঙালি অভিনেতার সঙ্গেই জুটি বাঁধবেন মিমি ।

বাঙালি পরিচালক সৌমিক সেনের তরফ থেকে এই প্রস্তাব এসেছে। একটি বিগ বাজেট ওয়েবসিরিজ হতে চলেছে এটি। ওয়েব সিরিজটির গল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠবে। এর আগে এই পরিচালক মাধুরী দীক্ষিত ও জুহি চাওলাকে নিয়ে “গুলাব গ্যাং” সিনেমাটি তৈরি করেছিলেন। এছাড়া প্রসেনজিতের প্রযোজনায় বাংলা ছবি “মহালয়া” করেছিলেন তিনি। কিন্তু এবার তিনি তার এই হিন্দি ওয়েবসিরিজটির জন্য মিমি চক্রবর্তীকে নিজের প্রধান চরিত্রে ভেবেছেন বলে জানা যাচ্ছে। মিমি যদি এই প্রস্তাবটি গ্রহণ করেন তবে তিনি চর্চার কেন্দ্রবিন্দু হবেন। অবশ্য এর আগেও অনেকবার মিমির কাছে ওয়েব সিরিজের প্রস্তাব এসেছে।

   

কিন্তু মিমি তা গ্রহন করেন নি। বেশ কিছুদিন ধরে তিনি ভালো গল্পের প্রেক্ষাপট না পেলে কাজই করছেন না বলে জানিয়েছেন। বর্তমানে পুজোর অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ব্যস্ত অভিনেত্রী।তবে তার অভিনীত দুটি বাংলা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি অরিন্দম শীলের পরিচালনায় এবং অন্যটি প্রেমেন্দু বিকাশ চাকুরীর পরিচালনায়। এছাড়া নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি হিন্দি ছবিতে তাকে দেখতে পাওয়া যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular