
অন্যবারের মত এবারও দীপাবলিতে বলিউডকে ভালোমত টেক্কা দিয়েছে টলিউড। চোখ ধাঁধানো সমস্ত লুক নিয়ে সামনে এসেছে একের পর এক নায়ক নায়িকা। যথারীতি এবারও জোড় কদমে টেক্কা দিয়েছে টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
তবে তারপর ও থামেননি তিনি।দীপাবলির পরপরই সম্প্রতি এক ফটোশুটে মেতে ছিলেন তিনি।সাদা রঙের আউটফিটে মিমির লুক ছিল একদমই ভিন্ন স্বাদের। তার পড়নে ছিল সাদা রঙের একটি লেহেঙ্গা। চোখে রয়েছে কালা চশমা।
মিমি চক্রবর্তী শুধুমাত্র অভিনয় জগতেই নয় রাজনীতিতেও যথেষ্ট সচল। তবে বলাই বাহুল্য রাজনীতির তুলনায় শুটিং ফ্লোরেই তাকে বেশি দেখা যায়। তার বিভিন্ন লুকের জন্যেই তিনি যুব সমাজে যথেষ্ট পরিচিত। বর্তমানে মিমির মার্কেট যথেষ্ট গরম।একের পর এক ছবি করেই চলেছেন মিমি। সর্বশেষ ছবি “মিনি”ও যথেষ্ট সাড়া ফেলেছিল হলে। অন্যদিকে মিমির এই বিশেষ সাজ দেখে মুগ্ধ অনেকেই। এই লুক দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছে বন্ধু , অভিনেত্রী সায়ন্তিকাও।










