বাংলা চলচিত্র জগতের জনপ্রিয় অভিনেতা এবং খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জী (Hiran Chatterjee)। এখন তিনি খড়্গপুরেই থাকেন। মাঝে তাকে নিয়ে নানান জল্পনা উঠেছিল। তার স্ত্রীর একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জল্পনা ওঠে, যে হিরন এখন স্ত্রী এবং কন্যাকে ছেড়ে অন্য একটি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আর তার জন্যেই অভিনেতা এখন খড়্গপুরে রয়েছেন।তবে তখন এই জল্পনা ভুয়ো বলেই উড়িয়ে দেয় অভিনেতা।
সম্প্রতি হিরণের স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জী একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছেন। যাতে তার গলায় গানের সঙ্গে তার মেয়ে নিয়াশাকে অভিনয় করতে দেখা গেছে। সেই মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠানে অনিন্দিতাকে হিরনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা এড়িয়ে যান। তবে কি এবার হিরনকে ছেড়ে অনিন্দিতা এবং তার মেয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা তৈরি করছেন!