মিথিলাকে নিয়ে শুরু হচ্ছে ‘মন্টুপাইলট’ দ্বিতীয় সিজন

কলকাতা: ২৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘মন্টুপাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিং। সিরিজের প্রথম দিনের শ্যুটিং হয়েছে কালীঘাট মন্দিরে। সিরিজে প্রথমবার সৌরভ দাসের বিপরীতে দেখা…

Saurav das mantu pailot

কলকাতা: ২৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘মন্টুপাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিং। সিরিজের প্রথম দিনের শ্যুটিং হয়েছে কালীঘাট মন্দিরে। সিরিজে প্রথমবার সৌরভ দাসের বিপরীতে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য।

মন্টুপাইলট পছন্দ করেছিল দর্শকরা,তাই দেবালয় চেয়েছিলেন ১৪ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু করে দিতে।কিন্তু বাধা হয়ে দাড়ায় করোনা।সিরিজের মুখ্য চরিত্র অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা করোনা আক্রান্ত হয়ে পড়েন।তাই বাধ্য হয়ে শেষমেষ শ্যুটিং পিছতে বাধ্য হন পরিচালক।

Advertisements

মন্টুপাইলট এর প্রথম সিরিজে সৌরভ দাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শোলাঙ্কি রায়।শোলাঙ্কির অভিনয় পছন্দ করেছেন দর্শক।কিন্তু দ্বিতীয় সিজিনে সৌরভ থাকলেও শোলাঙ্কির বদলে একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।নতুন জুটির কেমেস্ট্রি কেমন জমে,তা দেখার অপেক্ষাতে রয়েছেন দর্শকরাও।