Mamata Shankar: বাছাই করে কোন কাজটি করেন মমতা শঙ্কর?

Mamata Shankar

Mamata Shankar: ‘আমি প্রথমেই দেখি পরিচালকের সঙ্গে কথা বলতে কেমন লাগছে। যদি কথা বলে বুঝতে পারি, যে ভাবে তিনি কোনও গল্প ভেবেছেন, সেটা করার মতো যোগ্যতা বা আত্মবিশ্বাস তাঁর রয়েছে, তখন আমি বাকি সব দেখি। আমার চরিত্রটা কেমন, সেটা দেখি। তবে সব সময় যে ঠিক বুঝি, তা-ও বলতে পারব না। অনেক সময় খুব বেশি জটিল, ইন্টেলেকচুয়াল চিত্রনাট্য হলেও আমার ভাল লাগে না।’ এদিনের প্রশ্নে এমনই উত্তর দিলেন মমতা (Mamata Shankar)।

বললেন, ‘আমায় মাথায় রাখতে হয় যে, আমি একটা নাচের স্কুলও চালাই। আমার নৃত্যশিল্পী হিসাবে একটা পরিচয় রয়েছে। এমন কিছু করব না যেটা অন্য কেউ করলে আমি নাক সিঁটকে বলতাম, ‘‘উনি কেন এমন করলেন!’’ এটা নিজের ক্ষেত্রেও কাজে লাগাই। আমি জানি, আমার ছাত্রছাত্রী রয়েছে। তারা যেন আমায় দেখে না ভাবে, ‘মম মাসি এটা কী করে করলেন’! একটা ছবি করেছিলাম, যেখানে একটি দৃশ্যে আমায় সিগারেট হাতে বসতে হয়েছিল। আমি বলেছিলাম, আমি খাব না। বোঝাবার জন্য হাতে নিয়ে বসতে পারি। সেই দৃশ্যটা দেখে একটা বাচ্চা ঘুরে বসেছে পুরো। বলে, ‘‘ওটা মম মাসি না।’’ আমার সব সময়ই মনে হয়, ছাত্রছাত্রীদের মনে আমি দুঃখ দিতে পারব না।’

   

ক্যামেরায় সর্বদা সঠিক থাকতে চান মমতা। যদিও বাহ্যিক ভাবে নিজেকে কেমন লাগছে। তা নিয়ে লক্ষ্য নেই খুব একটা। এদিন তাই প্রধান অভিনেত্রী বললেন, ‘বয়স অনুযায়ী সুন্দর দেখালেই হল। আমি তো স্নান করে অর্ধেক সময় ক্রিম পর্যন্ত লাগাই না। কী হবে! ভগবান যা দিয়েছেন তাতেই আমি খুশি। এখন অনেকে ছুরি-কাঁচি চালিয়ে খোদার উপর খোদকারি করে। কিন্তু আমার ভীষণ ভয় লাগে। ও সব করতে গিয়ে আমার মুখ যদি বিগড়ে যায়। কোনও দরকার নেই!’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন