আট থেকে আশি মালাইকার শরীরি আবেদনে মুগ্ধ সকলে। বলিউডে পা রাখার পর থেকেই তাঁর স্টানিং ফিগারে মুগ্ধ ভক্তমহল। তিনি কোনও ছবি পোস্ট করলেই সঙ্গে সঙ্গে তা ঘুরতে থাকে প্রফাইল টু প্রফাইল। সব সময়েই ভক্তদের জন্য ছবি-ভিডিও শেয়ার করে তাঁদের সঙ্গে নিজের ভাবের আদান প্রদান শেয়ার করে থাকেন। নিজের স্টাইল স্টেটমেন্টে বরাবর সবার নজরে কাড়েন তিনি। আজ তালিকায় রইল আইটেম গার্লের এমন কয়েকটি ছবি, যা দেখে চোখ সরাতে পারবেন না আপনি।
বলিউডের ছাঁইয়া ছাঁইয়া গার্ল মালাইকা অরোরার ফ্যাশন নিয়ে বরাবরই নজর রয়েছে ভক্তদের। একেক সময় একেক ধরনের পোশাকে নিজেকে মেলে ধরেন নায়িকা। সম্প্রতি থাই থেকে কাটা লম্বা গাউনে নজর কেড়েছেন সুন্দরী মালাইকা ভাইরাল হয়েছে সব ছবি।
উল্লেখ্য রবিবার ৬ ফেব্রুয়ারি ২০২২ লতাজীর মৃত্যুদিনে একটি ছবি মালাইকা আরোরা পোস্ট করেন। যা চোখের নিমেষে চক্ষুশুল হয়ে ওঠে নেটিজেনদের। যেখানে কমলা রঙের ব্রালেট ও শর্টস্ দেখা যায় তাঁকে। এই ছবি দেখে রাগে ও ক্ষোভে ফেটে পড়েন জনগন। তারপরেই মালাইকার প্রতি ভেসে আসে ব্যাঙ্গ বিদ্রুপ সেই ছবির উপরেই একের পর এক কমেন্ট হতে থাকে। কেউ লিখেছেন লজ্জা করা উচিৎ, অন্যজন লিখেছেন এই ছবি আজ পোস্ট করা উচিৎ হয়নি ৷ আরও এক ভক্ত লিখেছেন RIP লতাদিদি। আজ একটু থেমে থাকতে পারতেন ম্যাডাম।
মালাইকা আরোরা, বলিউড হট ডিভার দাপট প্রথম থেকেই সকলের নজর কাড়ে। ছাইয়া ছাইয়া থেকে সফর শুরু। এরপর একাধিক সিনেমা, আইটেম ডান্স মালাইকার কাছে যেন ছিল বাঁ-হাতের খেল। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে অনেক অভিনেত্রীর যৌলুস। কিন্তু কোথাও গিয়ে যেন মালাইকা আজও তরতাজা ফুরফুরে মেজাজে ধরা দিতে বেশি ভালোবাসেন।