Sunday, December 7, 2025
HomeEntertainmentMalaika Arora trolled: লতাজির প্রয়াণ দিবসে বোল্ড ছবি পোস্ট করে জনরোষে মালাইকা

Malaika Arora trolled: লতাজির প্রয়াণ দিবসে বোল্ড ছবি পোস্ট করে জনরোষে মালাইকা

- Advertisement -

মুম্বই: সব কিছু একটা সময় থাকে। বিবেচনা করে কোন সময়ে কোন কাজটা করা উচিত তা নির্নয় করতে হয়। তারপর সে যদি হয় সেলিব্রিটি তাহলে খুব সাবধানে পা ফেলতে হয়। আর তা হলেই হিতে বিপরীত। ঠিক যেমনটা হয়েছে মালাইকা আরোরার  (Malaika Arora)সঙ্গে। জেন ওয়াইয়ের কাছে ফিটনেস ও ফ্যাশন আইকন মালাইকা।

তিনি কোনও ছবি পোস্ট করলেই সঙ্গে সঙ্গে তা ঘুরতে থাকে প্রফাইল টু প্রফাইল। সব সময়েই ভক্তদের জন্য ছবি-ভিডিও শেয়ার করে তাঁদের সঙ্গে নিজের ভাবের আদান প্রদান শেয়ার করে থাকেন। এই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে, রবিবার ৬ ফেব্রুয়ারি ২০২২, এ একটি ছবি মালাইকা আরোরা। যা চোখের নিমেষে চক্ষুশুল হয়ে ওঠে নেটিজেনদের।

   

Malaika Arora trolled

নিজের স্টাইল স্টেটমেন্টে বরাবর সবার নজরে কাড়েন তিনি। তবে আজ কমলা রঙের ব্রালেট ও শর্টস্ পরে তিনি সবার মন কাড়তে পারেননি। বরং সেই ছবি দেখে রাগে ও ক্ষোভে ফেটে পড়েন জনগন। তারপরেই মালাইকার প্রতি ভেসে আসে ব্যাঙ্গ বিদ্রুপ সেই ছবির উপরেই একের পর এক কমেন্ট হতে থাকে। কেউ লিখেছেন লজ্জা করা উচিৎ, অন্যজন লিখেছেন এই ছবি আজ পোস্ট করা উচিৎ হয়নি ৷ আরও এক ভক্ত লিখেছেন RIP লতাদিদি। আজ একটু থেমে থাকতে পারতেন ম্যাডাম।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular