আবার শিরোনামে আমির-পুত্রের ‘মহারাজ’ ছবি, এবার বিস্ফোরক ছবির নায়িকা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না আমির খানের ছেলে জুনেদের (Junaid Khan) প্রথম বলিউড ছবি ‘মহারাজ’ (Maharaj) এর। এর আগে ছবিটির মুক্তি স্থগিত রাখতে গুজরাত উচ্চ…

বিতর্ক যেন পিছু ছাড়ছে না আমির খানের ছেলে জুনেদের (Junaid Khan) প্রথম বলিউড ছবি ‘মহারাজ’ (Maharaj) এর। এর আগে ছবিটির মুক্তি স্থগিত রাখতে গুজরাত উচ্চ আদালতের দ্বারস্থ হয় বৈষ্ণব সম্প্রদায়। অভিযোগ করা হয় হিন্দু ধর্মের ভক্তদের ধর্মীয় ভাবাবেগকে (Maharaj) আঘাত করতে পারে এই ছবি। এরপর ছবির একটি দৃশ্যে অভিনয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই ছবির একজন নায়িকা শালিনী পাণ্ডে (Shalini Pandey)।

জুনেদ খান (Junaid Khan) এবং জয়দীপ আহলাওয়াতের (Jaideep Ahlawat) পাশাপাশি ছবিতে রয়েছেন অভিনেত্রী শালিনী পাণ্ডে (Shalini Pandey)। এই ছবিতে কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই চলচ্চিত্রের ‘চরণ সেবা’ (Charan Seva) দৃশ্য অভিনয় করেছেন শালিনী যেখানে এক ধর্মগুরুর দ্বারা শারীরিক অত্যাচারের শিকার হন এই ছবির কিশোরী। এই দৃশ্য সম্পর্কে অভিনয় সম্বন্ধে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি যখন প্রথমবার চরিত্রটির কথা পড়েন, তখন কিশোরীকে খুব বোকা বলে ভেবেছিলেন তিনি।

   

সাক্ষাৎকারে শালিনী জানিয়েছেন, “ওই দৃশ্যে অভিনয় করার পর, আমার মনের ওপর যা প্রভাব পড়েছিল, আমি সঙ্গে সঙ্গেই ঘরটি থেকে বেরিয়ে যাই। এর পর এই কথা আমি আমার টিমকে জানাই আর বলি , ‘আমার একটু সময় লাগবে, এক্ষুনি আমি ওই ঘরে আবার ফেরত যেতে পারব না।’ আমি খুবই উদ্বিগ্ন বোধ করছিলাম। পরিচালক এবং জয়দীপ স্যারকেও আমি এই ব্যাপারটি জানাই । জয়দীপ স্যার বুঝতে বুঝেছিলেন । এর পর থেকে আর কোনও বন্ধ ঘরে আমি একা থাকতে পারতাম না। “

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? ‘ব্যাড নিউস’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভিকি বললেন…

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ (Maharaj) চলচ্চিত্রে জয়দীপ আহলাওয়াতকে (Jaideep Ahlawat) একজন ধর্মগুরুর চরিত্রে দেখা গেছে। এই ধর্মগুরু নারীদের ওপর অত্যাচার চালান এবং সেটাকে একটি ‘পবিত্র কাজের’ আখ্যা দেন। শালিনী পাণ্ডে (Shalini Pandey) অভিনীত কিশোরী চরিত্রটিও এই ধর্মগুরুর অত্যাচারের শিকার হন। শালিনী বলেছেন, “আমি যে চরিত্রে অভিনয় করেছি, কিশোরী, ও খুবই সাদাসিধে এবং মিষ্টি। প্রথমে আমি ও কে বোকা ভাবলেও পরে বুঝেছি ও প্রশ্ন করতে শেখেনি, ও অন্ধ বিশ্বাসের শিকার ছিল। যখন আপনি কিছুতে বিশ্বাস করেন এবং সেটি করে আপনি ধাক্কা খান, তখন আপনাকে বোকা বলা যায় না। কিশোরীও সেই রকম ছিল। ” অভিনেত্রী জানিয়েছেন যে তার এবং কিশোরীর মতাদর্শ অনেকটাই আলাদা।

‘মহারাজ’ (Maharaj) চলচ্চিত্রটি সৌরভ শাহের বই এবং মহারাজ মানহানি মামলার ওপর ভিত্তি করে তৈরী । এর মূল কাহিনী ঘিরে রয়েছেন কর্ষণদাস মূলজি, যিনি ছিলেন একজন সাহসী সাংবাদিক এবং একজন সমাজ সংস্কারক। কর্ষণদাসের চরিত্রে অভিনয় করেছেন আমির খানের ছেলে, জুনেদ খান (Junaid Khan)। নেটফ্লিক্স প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটির প্রযোজনা করেছে যশ রাজ্ এন্টারটেইনমেন্ট।

অনুরাগীদের দুঃসংবাদ দিয়েও আশার আলো দেখালেন অভিনেত্রী হিনা খান