Thursday, November 30, 2023
HomeBharatMadhuri Dixit : লোকসভায় সম্ভবত পদ্ম প্রার্থী হচ্ছেন মাধুরী

Madhuri Dixit : লোকসভায় সম্ভবত পদ্ম প্রার্থী হচ্ছেন মাধুরী

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত লোকসভা নির্বাচনে নামতে পারেন। সূত্রের খবর, মাধুরী দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি নিজে নীরব। এর আগে পুনে থেকেও তার নির্বাচনে লড়ার বিষয়ে জল্পনা ছিল।

   

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচের সময় মাঠে ছিলেন মাধুরী দীক্ষিত। এই সময় তাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দেখা যায়। সঙ্গে ছিলেন এনসিপি নেতা প্রফুল প্যাটেলও। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা আশিস শেলারও। এরপরই মাধুরী দীক্ষিত নির্বাচনে লড়বেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

উত্তর মুম্বইয়ের লোকসভা সাংসদ বিজেপির সিনিয়র নেতা গোপাল শেঠি ২০১৯ সালের নির্বাচনে বলিউড সুপারস্টার উর্মিলা মার্তোন্ডকরকে পরাজিত করেছিলেন এবং দ্বিতীয়বারের মতো এমপি হয়েছিলেন। এর আগে, ২০১৪ সালে সঞ্জয় নিরুপমকে হারিয়েছিলেন গোপাল শেঠি। এমন পরিস্থিতিতে এই আসন থেকে গোপাল শেঠির জায়গায় মাধুরী দীক্ষিতকে প্রার্থী করার ঝুঁকি কমই নেবে বিজেপি।

উত্তর-পশ্চিম মুম্বই আসন থেকে মাধুরীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তবে এই আসনটি শিবসেনার খাতায় এবং শিন্দে দলে থাকা গজানন কীর্তিকর এখান থেকে সাংসদ। তবে এবারও তার অবস্থা ভালো নয়। এমতাবস্থায়, সমঝোতার আওতায় এই আসনে মাধুরী দীক্ষিতকে লড়তে পারে বিজেপি। এবারও এই আসনে কংগ্রেস থেকে সঞ্জয় নিরুপম বড় প্রতিদ্বন্দ্বী, যিনি কীর্তিকরের বিরুদ্ধে শক্ত বিকল্প। এমন পরিস্থিতিতে মাধুরীর লড়াইয়ের কারণে নিরুপমের পথ কঠিন হবে।

Latest News