Madhumita Sarcar:মায়াবী অবতারে ‘পাখি’, দেখে নিন ঘুম কেড়ে নেওয়া ছবি

তাঁর রূপের আগুনে কলকাতা মূর্ছা যায়। তিলোত্তমার বুকে আবার ব্যাটিং শুরু করেছে গরম। সেই গরমের উত্তাপ আরও কয়েক ধাপ বাড়িতে দিয়েছে মধুমিতা সরকারের নতুন ফটোশুট।…

madhumita sarcar

তাঁর রূপের আগুনে কলকাতা মূর্ছা যায়। তিলোত্তমার বুকে আবার ব্যাটিং শুরু করেছে গরম। সেই গরমের উত্তাপ আরও কয়েক ধাপ বাড়িতে দিয়েছে মধুমিতা সরকারের নতুন ফটোশুট। কিছুদিন আগেই জানা গিয়েছিল তিনি কলকাতা ছেড়ে দুটি কাজের জন্য মুম্বই যাচ্ছেন। এমনিতেই তাঁর সিডিউল পাওয়া মুশকিল, তার মধ্যে কলকাতা ছেড়ে আপাতত বেশ কিছুদিনের জন্য ঠিকানা মুম্বই! সেখানে যাওয়ার আগে তাঁর ফটোশুট সমাজমাধ্যমে ঝড় তুলল। সেই ছবি দেখলে যেন ঘুম উড়ে যাওয়ার উপক্রম।

Madhumita Sarcar:মায়াবী অবতারে 'পাখি', দেখে নিন ঘুম কেড়ে নেওয়া ছবি

প্রসঙ্গত ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের হাত ধরে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মধুমিতাকে। একে-একে ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে তাঁর অভিনীত ‘পাখি’ চরিত্রটি আজও সমানভাবে জনপ্রিয়। সিরিয়াল থেকে সরে এসে মধুমিতা বাংলা ওয়েব সিরিজ় এবং ছবিতেও কাজ করেছেন।

Advertisements

Madhumita Sarcar:মায়াবী অবতারে 'পাখি', দেখে নিন ঘুম কেড়ে নেওয়া ছবি

কীভাবে বলিউড কাজের সুযোগ এল? এই বিষয়ে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বলিউডে কাজ করার ইচ্ছে ছিলই। কিন্তু কখনও নিজে থেকে মুম্বইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। তবে আমার ছবি চিনির একটি রিল ভাইরাল হয়েছিল, সেটাই পরিচালক দেখেন। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন।’