PM Kisan Yojana: সাবধান! এটি না করলে পড়বেন মহাবিপদে, অ্যাকাউন্টে ঢুকবে না পিএম কিষাণের টাকা

পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ১৬-তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কৃষকরা। ১৭-তম কিস্তির টাকা কবে ঢুকবে? সেই অপেক্ষায় দিন গুনছেন কোটি কোটি কৃষক।…

pm-kisan-samman-nidhi-beneficiary-17th-installment-date-for-pm-kisan-yojana-ekyc

পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ১৬-তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কৃষকরা। ১৭-তম কিস্তির টাকা কবে ঢুকবে? সেই অপেক্ষায় দিন গুনছেন কোটি কোটি কৃষক। এরই মধ্যে সামনে এল বিরাট আপডেট। পিএম কিষাণ যোজনার ১৭-তম কিস্তির টাকা পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কীভাবে করবেন এই ই-কেওয়াইসি।

পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক

   

আপনি যদি পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। অতএব, আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন, তবে দেরি না করে আজই এটি করে ফেলুন। আপনি যদি এটি না করেন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ১৭-তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন।

পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি কীভাবে করবেন

প্রথমে পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে যেতে হবে (https://pmkisan.gov.in/)। পোর্টাল খোলার পর ডানদিকের ফার্মার্স অপশনটির ‘বেনিফিসিয়ারি’ তালিকায় ক্লিক করতে হবে। সেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। কিছু নথিও চাওয়া হবে। সেগুলি আপলোড করতে হবে। সবশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP আসবে। সেটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Narendra Modi: ‘আমি হিন্দু-মুসলিম করি না, যেদিন করব…’ বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

১৬-তম কিস্তির টাকা ঢুকেছিল ফেব্রুয়ারিতে

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ১৬-তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন তাঁরা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধির ১৭-তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে, দেশের কোটি কোটি কৃষক জানতে চান কবে ঠিক কবে পিএম কিষাণের ১৭-তম কিস্তির টাকা ছাড়া হবে।

পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে আসবে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মে মাসের শেষে বা জুনের শুরুতে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন। এর অর্থ হল, তাঁদের যাবতীয় অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। তবে, পিএম কিষাণের পরবর্তী কিস্তি ঠিক কোন তারিখে আসবে, সরকারের তরফে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Mobile Handset Block: ২৮০০০ মোবাইল সেট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার

কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সুবিধা

দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২৪ ফেব্রুয়ারি, ২০১৯-এ শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না। তিনটি ধাপে ২০০০ টাকা করে দেওয়া হয়।