দর্শকদের ঘুম কাড়তে ওটিটিতে ফিরছেন মধুমিতা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। রূপের জাদুতে তিনি মোহিত করেছেন হাজার হাজার দর্শকদের। মাঝেমাঝেই সোস্যাল মিডিয়ায় হট অবতারে আর্বিভূত হন অভিনেত্রী, যা নিয়ে…

Madhumita Sarcar

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। রূপের জাদুতে তিনি মোহিত করেছেন হাজার হাজার দর্শকদের। মাঝেমাঝেই সোস্যাল মিডিয়ায় হট অবতারে আর্বিভূত হন অভিনেত্রী, যা নিয়ে বহু চর্চাও করেন নেটিজেনদের একাংশ। তবে উল্টো দিকে তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে থাকে মধুমিতার ভক্তমহল। ছোটো পর্দায় “বোঝেনা সে বোঝেনা” ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী। ছোটো পর্দা থেকে দূরে থাকলেও বর্তমানে সিনেমা থেকে সিরিজ কোনোটাই বাদ রাখেননি মধুমিতা।

বর্তমানে তার ‘দিলখুশ’ সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এরই মাঝে নতুন কাজের খবর দিলেন। বুধবার সকাল নতুন ওয়েব সিরিজের ঘোষণা করলেন মধুমিতা। সিরিজের নাম ‘জাতিস্মর’। এবার কি তাহলে ‘জাতিস্মর’ হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে ?

সোশ্যাল মিডিয়ায় ‘জাতিস্মর’-এর স্ক্রিপ্টের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মধুমিতা। সেখানেই তাঁর পরবর্তী ওয়েব সিরিজ নিয়ে ঘোষণা করলেন। সাধারণত, পূর্বজন্ম মনে রাখার অলৌকিক ক্ষমতা যাঁদের থাকে, তাঁদেরই জাতিস্মর বলা হয়। সিনেমায় আদৌ মধুমিতা ‘জাতিস্মর’ হবেন নাকি অন্য কেউ তা যদিও এখনও জানা যায়নি।

Advertisements

এদিকে ‘জাতিস্মর’ বললে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমার কথা মনে পড়ে যায়। যদিও, সৃজিতের সিনেমার সঙ্গে তাঁর সিরিজের কোনও মিল নেই বলছেন মধুমিতা। সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর সানি ঘোষ রায়। জানা যাচ্ছে ডিসেম্বরের শেষে শুটিং শুরু হতে পারে।

২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘দিলখুশ’। তার প্রচারও জোরকদমে শুরু করে দিয়েছেন মধুমিতা। পাশাপাশি, তেলুগু ছবিতেও কাজ করছেন তিনি। হিন্দি সিরিজেও কাজ করার কথা রয়েছে অভিনেত্রীর।