Monday, December 8, 2025
HomeEntertainmentসকালে 'হট লুকে' মধুমিতা, লাস্যময়ী চাহনিতে মুগ্ধ নেটপাড়া

সকালে ‘হট লুকে’ মধুমিতা, লাস্যময়ী চাহনিতে মুগ্ধ নেটপাড়া

- Advertisement -

কলকাতা: টলিপাড়া হোক বা টেলিপাড়া দুই-তেই মধুমিতা সেরার সেরা। অভিনয়ের পাশাপাশি সুন্দর সুন্দর পোশাক আরও সুন্দর ভাবে ক্যারি করার ক্ষেত্রে তিনি কিন্তু অতুলনীয়ও বটে। প্রায়শই তাঁকে দেখা যায় নিত্যনতুন প্রশংসনীয় ফটোশুটে।

রবিবারের সকালে একটি কালো রঙের পোশাকে উজ্জ্বল হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করতে দেখা গেল মধুমিতাকে। একটি কালো রঙের বড় স্কার্ট আর ওপরে আছে সিলভার ও কালো রঙে ঘেরা একটি অত্যধিক সুন্দর ঝলমলে ক্রপ টপ। আর মনোহরা চোখের লাস্যময়ী চাহনি তো আছেই।খোলা চুলে নুড মেকআপে অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাঁকে। রবিবারের সকাল টা যেন মুখর হয়ে উঠেছে তাঁর অত্যাধুনিক ইন্ডিয়ান লুকে।

   

ছবিটির ক্যাপশন ছিল,”রবিবারের দিনটা যখন একটি উজ্জ্বল দিন হয়ে যায়”। খুব অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে পৌঁছে গেছে তাঁর এই সুন্দর ছবিটি। প্রশংসাও করে বসেছেন তাঁরা,” হেই লাভ খুব সুন্দর লাগছে তোমায়”, “সকাল সকাল তোমার মিষ্টি মুখটা দেখে মনটাও ভাল হয়ে গেল”। রিপ্লাইও দিয়েছেন মধুমিতা সরকার,’হ্যাপি সানডে’। বলাই বাহুল্য ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা কিন্তু চোখে পড়বার মতো, ২ মিলিয়ন।বড়পর্দা অথবা ছোটপর্দার বিভিন্ন কাজের জন্য প্রশংসা কুড়ানোর সাথে সাথে ট্রোল হলেও সাহস হারান না তিনি, সপাটে জবাব দিয়ে এগিয়ে চলেন সাবলীলভাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular