কথায় আছে ছেলে বড় হলে বাবা ছেলে দুজনে বন্ধু হয়ে ওঠে তারা নিজেদের জীবনের নানা কথা ভাগ করে নেয় একে অপরের সাথে। আর এই কথার অন্যথা হয়নি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Actor Jayjit Banerjee) জীবনেও।
সম্প্রতি টলি পাড়ার অভিনেতা জয়জিৎ এবং তার ছেলের যশোজিৎ গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে, আর সেখানেই ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়নি তরুণী। তাতে অবশ্য অভিনেতা রেগে যাননি বরং পুরো বিষয়টি ঠেলে দিয়েছেন তার স্ত্রীর দিকে। টলি পাড়ার অভিনেতাদের মধ্যে অন্যতম জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জীবনের সাথে যুক্ত, তার অভিনয় মুগ্ধ গোটা বাংলা।
রুপোলি পর্দা থেকে শুরু করে ছোট পর্দা সব জায়গায় নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন অভিনেতা। তবে কাজের ফাঁকে মাঝেমধ্যেই অভিনেতা বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে আর তার সঙ্গী হয় তাঁর পুত্র এবং স্ত্রী। ঠিক এবারও হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে চেপে অভিনেতা গিয়েছিলেন উত্তরবঙ্গ। তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই বিস্তর জল ঘোলা হয়ে গিয়েছে। অন্যদিকে সম্প্রতি শিলিগুড়িতে অনুষ্ঠান করেছেন অরিজিৎ সিং আর সেই অনুষ্ঠানে ছেলেকে নিয়ে গিয়েছিলেন অভিনেতা।
অভিনেতা বরাবরই সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় তাই জীবনের প্রতিটা মুহূর্তের আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। ঠিক এবারেও তার ছেলের বেশ কিছু ছবি দিন শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। আর সেখানেই এক তরুণী বলেন “আপনার ছেলেকে আমার খুব ভালো লাগে”। আর নিজের ছেলের প্রেম প্রস্তাব দেখে চুপ থাকতে পারেননি অভিনেতা।