লস অ্যাঞ্জেলেসে দাবানলে পিছিয়ে গেল অস্কার, গ্র্যামি-সহ একাধিক অনুষ্ঠান, নতুন তারিখ জানুন

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র (Los Angeles wildfires) । দক্ষিণ ক্যালিফোর্নিয়ার (California wildfires) বিশাল এলাকা এখন একেবারে দাবানলের গ্রাসে,পুড়ে গেছে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো। ভয়াবহ এই আগুনে…

Devastating wildfires in Los Angeles have forced the postponement of major events like the Oscars and Grammys. Find out the new dates for these iconic awards shows and more in this detailed update.

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র (Los Angeles wildfires) । দক্ষিণ ক্যালিফোর্নিয়ার (California wildfires) বিশাল এলাকা এখন একেবারে দাবানলের গ্রাসে,পুড়ে গেছে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো। ভয়াবহ এই আগুনে ঘর হারিয়েছে বহু হলিউড তারকা। শুধু তাই নয় এই অগ্নিকাণ্ডের কারণে বিনোদন জগতের একাধিক অনুষ্ঠান পেছাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ (major event postponement) । পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। এই সঙ্কটের মধ্যে, সকলেই একটাই প্রশ্ন করছে – কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?

আমেরিকার বিখ্যাত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামি অ্যাওয়ার্ডস (Grammys 2025)এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কর্তৃপক্ষ ইতোমধ্যেই একাধিক অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করবেন মার্কিন টেলিভিশন শো-র জনপ্রিয় অ্যাঙ্কর কোনান ও ব্রায়েন। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল। তবে এই তারিখটিও পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। ২ মার্চে ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পুরস্কার প্রদান হওয়ার কথা ছিল, তা আরও পিছিয়ে দেওয়া হয়েছে।

গ্র্যামি অ্যাওয়ার্ডসের (Grammys 2025) অনুষ্ঠানও একই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটি ৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, তবে তা কবে অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। গ্র্যামি অ্যাওয়ার্ডসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেছে।

এই ভয়াবহ অগ্নিকান্ডে বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছেন। এ ছাড়া, হলিউডের বেশ কিছু নামী তারকা চ্যারিটি এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করছেন।

Advertisements

আমেরিকার বিভিন্ন শহরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেবা সংস্থাগুলি কাজ করে যাচ্ছে। সেবার পাশাপাশি, সরকারের পক্ষ থেকেও জনগণের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের (Los Angeles wildfires) রাস্তায় এখনো উদ্ধারকর্মীরা দমকল বাহিনী, সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীদের সমন্বয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।