লাইগার দেখে নিজেই কাঁদলেন বিজয় 

দক্ষিণী ছবির অভিনেতা বিজয় দেবরকোন্ডা বলিউডে তার প্রথম ছবি নিয়ে খুবই উৎসাহী ছিলেন। চ্যাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের সাথে জুটি বেঁধে তিনি প্রথমবার বলিউডে পা…

দক্ষিণী ছবির অভিনেতা বিজয় দেবরকোন্ডা বলিউডে তার প্রথম ছবি নিয়ে খুবই উৎসাহী ছিলেন। চ্যাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের সাথে জুটি বেঁধে তিনি প্রথমবার বলিউডে পা রেখেছিলেন। কিন্তু তাদের অভিনীত ছবি লাইগার প্রথম সপ্তাহতেই ব্যর্থ। সিনেমা সমালোচকরা এবং দর্শকরা কেউই এই ছবিকে পছন্দ করেন নি।

Advertisements

এই ছবির ব্যর্থ হওয়ার নানা কারণ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির সাথে জড়িত কেউই বুঝতে পারছিল না যে কেন এতটা ভরাডুবি। সত্যিই কি এতটা খারাপ এই সিনেমা। তা দেখতেই এবার অভিনেতা নিজেই সিনেমা হলে গেলেন। দর্শকদের মাঝে বসে সিনেমাটিকে পুরোটাই দেখলেন।

বিজ্ঞাপন

সিনেমাটি দেখার পরে তিনি নিজেও হতাশই হলেন। সূত্রের খবর সিনেমাটি শেষ হবার পর অভিনেতা নিজেই কেঁদে ফেলেছিলেন। এবং তার সাথে বলেছিলেন ছবিটা এমন হবে সেটা তিনি জানলে তিনি এটিতে সই করতেন না। বলিউডে একের পর এক ছবি হচ্ছে ফ্লপ।

অনেক তাবড় তাবড় অভিনেতাদের সিনেমা দর্শকের মনে ধরছে না। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষাবন্ধন’ একের পর এক সব ছবি ব্যর্থ। তারপর সোশ্যাল মিডিয়ায় চলছে বলিউড বয়কটের ডাক। এসব থেকে বেরিয়ে এই ছবি নিয়ে অনেকটাই আশা করে ছিলেন অনেকে,কিন্তু সেটারও এমন বেহাল দশা। বলিউডের এই অবস্থা দেখে অনেক নামিদামি প্রযোজক এবং অভিনেতারা এখন চিন্তায় পড়েছেন।