Tuesday, November 28, 2023
HomeEntertainmentভিডিওর মাধ্যমে নিজের জীবনের কথা তুলে ধরলেন শ্রুতি

ভিডিওর মাধ্যমে নিজের জীবনের কথা তুলে ধরলেন শ্রুতি

প্রবাদ আছে যেখানে বলা হয় যে ‘পেহেলে দর্শনধারী, ফির গুণবিচারী’। এখনও গায়ের রং দেখেই বিচার করা হয় মেয়েদের। এবার সেই নিয়েই গল্প বললেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। যদিও নিজের মুখে নয়, রিল বানিয়ে। ইনস্টাগ্রামে একটি রিল বানিয়েছে অভিনেত্রী। সেখানেই নিজের জীবনের কিছু গল্প তুলে ধরেছেন তিনি।

   

ভিডিওটিতে দেখা গিয়েছে, অভিনেত্রীর একাধিক ছবি। ভিডিওর পেছনে ব্যাক গ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে এ বেলা গল্প হোক গানটি। আর আশ্চর্যের বিষয় হল গোটা ভিডিওয় কিছু লেখা ভেসে উঠেছে। যেখানে লেখা রয়েছে, ‘নমস্কার আমি শ্রুতি দাস। একটি খুব ছোট্ট শহর কাটোয়াতে আমার জন্ম। ছোট বেলা থেকে আর্থিক কষ্ট ছিল অনেকটাই। কিন্তু বাবা সেই কষ্ট কখন বুঝতে দেয় নি। তখন থেকেই বুঝি যে আমায় বড় হয়ে কিছু একটা করতে হবে’।

আরও লেখা রয়েছে, ‘সেই আশা নিয়ে চলে আসা কলকাতাতে। শুরু করি নাটকে অভিনয় করা। কিন্তু গায়ের রং নিয়ে আসতে থাকে অনেক কটূক্তি। কিন্তু আমি এসবকে উপেক্ষা করে এগিয়ে কাজ করে যাই। তখন একটি সিরিয়ালের জন্য ডাক আসে। কিন্তু আমায় বলা হয় যে, আমি নাকি ছবির থেকে সামনে দেখতে আলাদা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন আমার কাছে আসে ফোন। বলা হয়, একটি লাল পাড় সাদা শাড়ি পরে ভিডিও পাঠাও। এর পর আমার লুক সেট হয়। অবশেষে আমি ত্রিনয়নীর জন্য সিলেক্ট হই’।

শ্রুতির জীবনের মত আরও অনেকেরই এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু লড়াই করেই নিজের জায়গায় পৌঁছতে হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Josh Talks Bangla (@joshtalksbangla)

Latest News