Laxmi Puja: লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠলেন টলিপাড়ার বিভিন্ন তারকা

বায়োস্কোপ ডেস্ক: মঙ্গলবার ও বুধবার দুদিন লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠলেন টলিপাড়ার একাধিক তারকা। প্রত্যেক বছরের মতো এ…

Laxmi Puja at bengali celebs place

short-samachar

বায়োস্কোপ ডেস্ক: মঙ্গলবার ও বুধবার দুদিন লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠলেন টলিপাড়ার একাধিক তারকা। প্রত্যেক বছরের মতো এ বছরও জাঁকজমক করে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল উত্তমকুমারের বাড়িতে। দাদুর ধুতি পড়ে লক্ষ্মী পুজো আরতী করতে দেখা গেল উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জী।

   

এইদিন উত্তমকুমারের বাড়িতে ধনদেবীর আরাধনায় যেতে দেখা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। আরাধনা করতে করতে লক্ষ্মী পুজোর দিনে উত্তম কুমারের স্মৃতি স্মরণ করলেন গৌরব। তিনি বললেন, “এ বাড়ির নিয়ম মেনে আজ দেবলীনাকে সাথে নিয়েই পুজোয় বসেছি। এর আগে যখন ছোটদাদু ছিলেন, তিনিও ছোট দিদি মাকে সাথে নিয়েই ধনদেবীর আরাধনায় মত্ত হতেন।” ছোটবেলায় লক্ষ্মী পুজোর পর রাত জেগে প্রজেক্টরের সিনেমা দেখার গল্পও তিনি ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে।

লক্ষী পূজোয় নিজের হাতে দেওয়া আলপনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। মেয়ে ও কয়েকজন বান্ধবীর সাথে একই নিয়মে লক্ষ্মীপুজোয় মাতলেন অভিনেত্রী। নিজের বাড়িতে ধন্য দেবীর আরাধনায় ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেত্রী এনা সেনকেও। তিনি জানিয়েছেন, বাড়িতে পুজোর জন্য আলপনা দেওয়ার দায়িত্ব ছিল তার। প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোর জন্য বাড়ির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব ভাগ করা থাকে বলে জানিয়েছেন অভিনেত্রী।

ধনদেবীর আরাধনায় মাতলেন লোকসংগীত শিল্পী অদিতি মুন্সীও। বাপের বাড়ির লক্ষ্মীপূজোয় কোন অন্ন ভোগ করা হয় না বলে জানালেন অদিতি মুন্সি। যেহেতু দু’দিন মিলিয়ে লক্ষ্মী পুজো পড়েছে, প্রথমদিন বাপের বাড়ির পূজো সেরে পরেরদিন শ্বশুর বাড়ির লক্ষ্মীপূজোয় মনোনিবেশ করবেন বলে জানালেন সংগীতশিল্পী। আবার, লক্ষ্মী পূজার প্রসঙ্গে বেশ রসিকতার মেজাজে দেখা গেলো অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। করোনা বিধি মেনে লক্ষী পূজোর সমস্ত আয়োজন করেছেন বলে জানালেন অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই মায়ের সাথে হাতে হাত মিলিয়ে লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন ইন্দ্রানী হালদার।