HomeEntertainmentআলো আঁধারি 'মহল' জুড়ে দমকা হাওয়া, রহস্যময়ীর কণ্ঠে আয়েগা কোই...

আলো আঁধারি ‘মহল’ জুড়ে দমকা হাওয়া, রহস্যময়ীর কণ্ঠে আয়েগা কোই…

- Advertisement -

প্রসেনজিৎ চৌধুরী: ফাঁকা হয়ে গেল সেই বিরাট ‘মহল’, এলাহাবাদ থেকে নৈনি যাওয়ার পথে যে কাল্পনিক অট্টালিকার খোঁজ করতে গেছেন বহুজন। তাঁদের কানে এসেছে বহুদূর থেকে এক রহস্যময়ীর আলোছায়া অবয়ব আর সেই গান আয়েগা কোই আনেওয়ালা আয়েগা…!

গত সাত দশক ধরে এই মহলের প্রত্যেকটি কোণ মানবিক জটিলতার মাকড়সা জাল বুনে চলেছে। আরও কত শো বছর এমন চলবে তাও এক চিরন্তন প্রশ্ন। আপাতত সেই মহল ফাঁকা হয়ে গেল। আলো আঁধারির ‘মহল’ জুড়ে দমকা হাওয়া, রহস্যময়ীর কণ্ঠে আয়েগা কোই.. রহস্যময়ী গায়িকা লতা প্রয়াত। তাঁর কণ্ঠ ছোঁয়ায় অপরূপা অভিনেত্রী মধুবালা নেই। মহল থেকে চলে গিয়েছেন পরিচালনক কামাল আমরোহি, বিমল রায়, সঙ্গীত পরিচালক খেমচাঁদ প্রসাদ, চিত্রগ্রাহক জোসেফ। অভিনেতা অশোক কুমার।

   

মহল জুড়ে ছড়িয়ে আছে নুপূর ছন্দে রাজকুমারি দুবে ও জোহরাবাই আম্বালেওয়ালির সুরধ্বনি আর আছেন লতা মঙ্গেশকর। থাকবেনও।

লতা মঙ্গেশকরের প্রয়াণ সুরলহরীর একটি পর্ব শেষ। কিন্তু সুরেলা কণ্ঠ চিরন্তন। সেই কণ্ঠ বেঁধে রেখেছে মহলকে।

মানবিক টানাপোড়েন, ভ্রম ও কল্পকাহিনীর আড়ালে মনে মনে কেউ আজ কেউ আগামী শতবর্ষ বা আরও আগামী সহস্র বছর পর খুঁজবেন সেই মহল। যেখানে ঢুকলেই শোনা যায় আয়েগা কোই আনেওয়ালা।

বিদায় লতা মঙ্গেশকর। বিদায় ভারত রত্ন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular