লতা মঙ্গেশকরের করোনা রিপোর্ট নেগেটিভ, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

মুম্বই: স্বস্তির নিঃশ্বাস। লতা মঙ্গেশকরএর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ বিকেলে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, নিউমোনিয়ার সমস্যার পাশাপাশি করোনামুক্ত লতা মঙ্গেশকর। বিশিষ্ট চিকিৎসক প্রতীত…

লতা মঙ্গেশকরের করোনা রিপোর্ট নেগেটিভ, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

মুম্বই: স্বস্তির নিঃশ্বাস। লতা মঙ্গেশকরএর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ বিকেলে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, নিউমোনিয়ার সমস্যার পাশাপাশি করোনামুক্ত লতা মঙ্গেশকর।

বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। হাসপাতালের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের খবর জানিয়ে বলা হয় যে, বিরানব্বই বছর বয়সী গায়িকার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্বাবধানে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুদিন আগে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে তাঁর। বর্তমানে আইসিইউতেই রাখা হবে তাঁকে।

Advertisements

চলতি বছরের শুরুতেই করোনা আক্রান্ত লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। করোনার সঙ্গে সঙ্গেই শিল্পী নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ৯২ বছরে এই শিল্পীকে যে কারণে প্রথম থেকেই রাখা হয়েছিল আইসিইউতে।