অস্কারের (Oscars 2025) মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা ‘লাপতা লেডিজ’ (Lapata Ladies) -এর যাত্রা থেমে গেল। কিরণ রাও (Kiran Rao) পরিচালিত এবং আমির খান (Aamir Khan) প্রযোজিত এই ছবিটি সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের তরফ থেকে মনোনীত হয়েছিল। কিন্তু ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হলো এই ছবি।
গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’ ঘোষণা করে, কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ (Lapata Ladies) ২০২৫ সালের অস্কারে (Oscars 2025) ভারতের পক্ষ থেকে মনোনীত। ছবিটি মুক্তির পর থেকেই নারী ক্ষমতায়নের প্রেক্ষাপট ও সামাজিক বার্তার জন্য সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। বিদেশি দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য ছবিটির নাম ইংরেজিতে পরিবর্তন করে রাখা হয় ‘লস্ট লেডিজ’(Lost Ladies) । এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারা কিরণের কাছে এক বিরাট সম্মানের বিষয় ছিল।
তবে মঙ্গলবার প্রকাশিত অস্কারের (Oscars 2025) সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনীত ১৫টি ছবির (Foreign Language Films)তালিকায় ‘লাপতা লেডিজ’ (Lapata Ladies) -এর নাম দেখা যায়নি। এই বিভাগে চূড়ান্ত মনোনয়নে সেনেগাল, ফ্রান্স, প্যালেস্টাইন, ব্রাজিল, তাইল্যান্ড, ডেনমার্ক এবং জার্মানি প্রমুখ দেশের ছবিগুলি নির্বাচিত হয়েছে।
So, the @TheAcademy Oscars shortlist is out. #LaapataaLadies is a very well made, entertaining movie (I enjoyed it), but was absolutely the wrong choice to represent India for the best #InternationalFeatureFilm category. As expected, it lost.
When are we going to realize.. year… pic.twitter.com/iWGpSXY1KD— Ricky Kej (@rickykej) December 18, 2024
প্রসঙ্গত, ‘লাপতা লেডিজ’ (Lapata Ladies) -এর অস্কার যাত্রা শুরু হয়েছিল জানু বড়ুয়ার নেতৃত্বাধীন জুরি বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে। তারা ২৯টি ছবির মধ্যে থেকে কিরণের ছবিটিকে অস্কারে (Oscars 2025) পাঠানোর জন্য বেছে নেয়। এ সময় কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী পায়েল কপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ ছবিটি বাদ পড়ায় বিতর্ক তৈরি হয়। তবে পায়েল নিজেই কিরণের ছবিকে যোগ্য দাবিদার বলে সমর্থন জানিয়েছিলেন। তার পরেও, ‘লাপতা লেডিজ’-এর স্বপ্ন থেমে গেল।