আজ কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagari Lakshmi Puja)। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত বাঙালির ঘরে ঘরে এই দিনটিতে ধনো দেবীর আরাধনা করা হয়ে থাকে। এই বিশেষ লক্ষ্মীপূজাকে ‘কোজাগরী লক্ষ্মীপূজা’ বলা হয়ে থাকে।
সেলেব ঘর থেকে আমজনতা প্রতি বাড়িতেই নিজেদের সাধ্যমত পালিত হয় এই পূজা। প্রধানত মানুষ ধনসম্পদ বৃদ্ধির আশায় মা লক্ষ্মীর আরাধনা করে। কোজাগরী কথাটির অর্থ ‘কে জেগে আছে’। আর আজকালকার দিনে উৎসব অনুষ্ঠান ছোটো হোক কিংবা বড় এই সকল মুহূর্তের ফটো নেট দুনিয়ায়। তেমনই এক সেলেবের লক্ষ্মীপুজোর হাওয়া গায়ে লেগে গেছে বলে যেতে পারে।
অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়িতে মহা ধুমধাম করে প্রতিবছর এই পুজো পালন করা হয়। গতকাল প্রায় মাঝরাতের দিকে তার বাড়ির লক্ষ্মী ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আপলোড করে এবং ক্যাপশনে লেখে ” মা লক্ষ্মী রেডি”। এই ফটোগুলি দেখে তার কেউ কেউ দর্শকবৃন্দেরা করে বলেন, ” লক্ষ্মীদি”,
আবার কেউ বলেন, ” শুভ কোজাগরি লক্ষ্মী পূজা। লক্ষ্মী দি” এবং আরো বিভিন্ন ধরনের মন্তব্য এসে পৌঁছায় তার কাছে। এই সকল মন্তব্যে লক্ষ্মীদি বলতে এই অভিনেত্রী বর্তমানে জি বাংলায় ‘ লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন এবং এই সিরিয়াল যথেষ্ট জনপ্রিয় বাংলার দর্শকের কাছে।
