রুপালি পর্দার থেকে দূরে ফটোশুটে মজে রয়েছেন অভিনেত্রী কোয়েল

আমি সুকন্যা’ গানে হৃদয় কাঁপানো অভিনেত্রী এখন টলি জগতের অন্যতম সুপারস্টার কোয়েল মল্লিক (Koyel mallik)।  রঞ্জিতকন্যা বর্তমানে ২০০৩ সালের পর থেকে একের পর সুপারহিট সিনেমা…

Koyel mallik

short-samachar

আমি সুকন্যা’ গানে হৃদয় কাঁপানো অভিনেত্রী এখন টলি জগতের অন্যতম সুপারস্টার কোয়েল মল্লিক (Koyel mallik)।  রঞ্জিতকন্যা বর্তমানে ২০০৩ সালের পর থেকে একের পর সুপারহিট সিনেমা উপহার দিয়ে এসেছেন। নাটের গুরু, শুভদৃষ্টি, মানিক, যুদ্ধ, শুধু তুমি, পাগলু, পাগলু টু, রংবাজ, ১০০% লাভ প্রভৃতি সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

   

এই অভিনেত্রী দীর্ঘ কুড়ি বছরের অভিনয় জীবনে এই অর্থে কোন সমালোচনা কর ঘটনা ঘটেনি বলেই বলা যেতে পারে। তার ক্যারিয়ারে অভিনয় জীবন চলাকালীন ২০১৩ সালের প্রযোজক নিসপাল সিং রানেকে বিবাহ করেন। এই অভিনেত্রী টেলিযোগেতে যেকোনো নায়কের সাথে অভিনয় করুক না কেন, জিৎ-কোয়েল জুটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট জুটি গুলির মধ্যে অন্যতম।

https://www.instagram.com/p/CjfbYnpINQ-/?igshid=YjkyYjQxZDk=

বর্তমানে কোয়েল মল্লিক কি সেই অর্থে রুপালি পর্দায় দেখা না গেলেও, তিনি তার অন্যান্য কাজ নিয়ে বেশ ব্যস্ত তা বোঝা যায় তার ইনস্টাগ্রাম একাউন্ট দেখে। বর্তমানে কোয়েলকে দেখা গেছে ছোট পর্দায় ষ্টার জলসার এক নাচের রিয়ালিটি শোয়ে অথিতি বিচারক হিসাবে।

সাম্প্রতিককালে অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে দেখা যাচ্ছে যে তিনি তার দুটি ফটোশুটের ফটো পোস্ট করেছে। কোয়েলের পরনে রয়েছে, বিশেষ ধরনের ডিজাইনার স্কার্ট ও টপ, কানে বড়ো দুল। এই রূপে কোয়েল হয়ে উঠেছে সাহসী, রয়েছে নজর কেড়ে নেবার ক্ষমতা। নেট দুনিয়ায় ফটোটি পোস্ট হবার সাথে সাথেই লাইক পেরিয়েছে ৩০০০০ ওপরে।